• Air India:‌ বিমানের ককপিটে বান্ধবীর সঙ্গে আড্ডা এয়ার ইন্ডিয়ার পাইলটের, তদন্ত শুরু করল ডিজিসিএ
    আজকাল | ২১ এপ্রিল ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দুবাই থেকে দিল্লি।

    দীর্ঘ বিমানযাত্রায় ককপিটে মহিলা বন্ধুর সঙ্গে আড্ডায় মাতলেন এয়ার ইন্ডিয়ার পাইলট। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। 
    গত ফেব্রুয়ারি মাসে ঘটনাটি ঘটে। পাইলটের আচরণবিধি নিয়ে প্রশ্ন উঠলেও এই বিষয়ে মুখ খোলেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছিল গত ২৭ ফেব্রুয়ারি। দুবাই থেকে দিল্লিতে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। ওই বিমানেই যাত্রী হিসেবে ছিলেন পাইলটের এক বান্ধবী। জানা গেছে বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই বান্ধবীকে ককপিটে ডেকে পাঠান পাইলট। তিন ঘন্টার যাত্রাপথের প্রায় পুরোটাই ককপিটে ছিলেন ওই মহিলা। 
    এই ঘটনায় পাইলটের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। বিমানের আচরণ বিধির সম্পূর্ণ বিরোধী এই কাজ–জানিয়েছে ডিজিসিএ। অপরাধের গুরুত্ব বুঝে পাইলটের শাস্তির বিষয়টি ঠিক হবে বলে জানিয়েছে ডিজিসিএ। তাঁকে সাসপেন্ড করা হতে পারে। লাইসেন্সও বাতিল হতে পারে ওই পাইলটের। 
  • Link to this news (আজকাল)