• Purba Burdhaman: অ্যাম্বুলেন্সের টাকা ছিল না, স্টেশনে মৃত্যু রোগীর
    আজকাল | ২১ এপ্রিল ২০২৩
  • আজাকাল ওয়েবডেস্ক: মাসখানেক আগের কথা।

    জানুয়ারি মাসে জলপাইগুড়ির এক ঘটনা নিয়ে জোর চর্চা হয়েছিল রাজ্য জুড়ে। অ্যাম্বুলেন্সের টাকা জোগাড় করতে না পারায় মায়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছেন ছেলে। সেই ছবি প্রকাশ্যে আসএই শুরু হয় নিন্দা, আলোচনা। কয়েকমাস পরেও প্রায় একই ঘটনার ছায়া ভাতারে। অ্যাম্বুলেন্সের টাকা না থাকায় ট্রেনে করে রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল পরিবার। টোটোয় করে স্টেশনে নিয়ে গেলে ট্রেনে ওঠার আগেই রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

    ঘটনাস্থল পূর্ব বর্ধমানের ভাতার। জানা গিয়েছে, বছর ৪৮-এর এক রোগীকে ভর্তি করা হয়েছিল ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। কিন্তু ওই পথের জন্য অ্যাম্বুলেন্সের যে খরচ তা ছিল না পরিবারের কাছে। মৃতার স্বামী ট্রেনে তাকে বর্ধমান নিয়ে যাওয়ার মনস্থির করেন। হাসপাতাল থেকে টোটোয় করে ভাতার স্টেশনে গেলে, ট্রেনে ওঠার আগেই রোগীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন সিএমওএইচ। 
  • Link to this news (আজকাল)