• Drinking Water: তীব্র গরমে পানীয় জল না পেয়ে রাস্তা অবরোধ বাসিন্দাদের
    আজকাল | ২১ এপ্রিল ২০২৩
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা।

    এই পরিস্থিতিতে পানীয় জলের হাহাকার দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায়। গত কয়েক মাস ধরে পানীয় জলের সমস্যায় জেরবার দেবানন্দপুরের বিশালক্ষ্মীতলা মালপাড়া সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। গরম বাড়তেই সেই সমস্যা আরও তীব্র হয়েছে। গত কয়েকদিনে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছেছে। আর এই সময় জল না পেয়ে দারুণ কষ্টে বাসিন্দারা। শুক্রবার দেবানন্দপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন তাঁরা।
     বাসিন্দাদের অভিযোগ, জলের লাইন দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু জল সরবরাহে ঘাটতি রয়েছে। অনেক বাড়িতে জল পৌঁছায় না। অভিযোগ, পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধি এমনকি বিধায়ককেও জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রতিশ্রুতি দিয়েছেন জলের সমস্যা মেটানোর। 
    দেবানন্দপুর পঞ্চায়েতের সদস্য পীযূষকান্তি ধর জানান, ‘‌তীব্র গরমে জলের লেয়ার নেমে যাওয়াতেই পাম্প চালিয়ে ওভারহেড রিজার্ভার ভরতে সমস্যা হচ্ছে। পঞ্চায়েতে দুটি মাত্র রিজার্ভার রয়েছে। সেই জল দিয়ে সব এলাকায় জল দেওয়া সম্ভব হচ্ছে না। গরমের জন্য ঠিকাদারের লোকজন কাজ করতে চাইছে না। আরও দুটি পাম্প বসানোর জন্য পিএইচই কে বলা হয়েছে।’‌ 

     
  • Link to this news (আজকাল)