• দিল্লিতে আদালত চত্বরে গোলাগুলি আহত এক মহিলা
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৩
  • নয়াদিল্লি, ২১ এপ্রিল: দিল্লিতে ফের আদালত চত্বরে গোলাগুলির ঘটনা। আজ, শুক্রবার দিল্লির সাকেতের জেলা আদালতে পরপর গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে। গুলিবিদ্ধ হয়েছেন এক মহিলা। জানা গিয়েছে, তিনি একটি মামলার শুনানির জন্য এদিন আদালতে এসেছিলেন। আদালত চত্বরে আইনজীবীর ছদ্মবেশ ধরে এক ব্যক্তি ওই মহিলাকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়েন। মোট চার রাইন্ড গুলি চালানো হয়েছে বলে পুলিস সূত্রে খবর। গুলির আঘাতে জখম হয়েছেন ওই মহিলা। পুলিস দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, আদালত চত্বরে এইভাবে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ওই হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। এর আগে উত্তর দিল্লিতে রোহিনী আদালতে এইধরনের গোলাগুলির ঘটনা ঘটেছিল। আদালত চত্বরেই দুই দলের দুষ্কৃতীদের মধ্যে গোলাগুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেবারেও ওই দুষ্কৃতীরা আইনজীবীর পোশাক পরেছিলেন।
  • Link to this news (বর্তমান)