• 'বিল পছন্দ না হলে ফেরত পাঠান', রাজ্যপাল বোসকে কড়া বার্তা মমতার
    এই সময় | ০৮ মে ২০২৩
  • সোমবারের সকালেই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, আইন শৃঙ্খলাঘটিত সঙ্কটের মুহূর্তে তিনি চুপ করে বসে থাকবেন না। দুপুরের মধ্যে তাঁর পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতার দাবি, রাজ্যপালকে কেউ ভুল বোঝাচ্ছে। এর পাশাপাশি মমতা জানিয়েছেন, তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকারের পক্ষে।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, 'রাজ্যপালকে আমরা সম্মান করি। রাজ্যপালকে যখন এই রাজ্যের আচার্য হিসেবে রাখা হয়েছিল, তখন ১০-১২ টা বিশ্ববিদ্যালয় ছিল। আচার্যের চেয়ার সম্মানজনক, কিন্তু বিভাগের যাবতীয় কাজকর্ম চালায় উচ্চ শিক্ষা দফতর। আমি এই কাজে কখনও হস্তক্ষেপ করি না। একথা আমিও বলতে পারি না, যে কথা না শুনলে ব্যবস্থা নেব। সকলের নির্দিষ্ট সীমা রয়েছে, এটা মনে রাখা উচিত।'

    মমতা আরও বলেন, 'রাজ্যে এখন ৪২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই প্রথা মেনে একই নিয়ম চলছে। প্রথা মেনে সেই নিয়ম চলতে পারে না। আগে হাতেগোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছিল বলে এই নিয়ম ছিল। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েক ক্ষেত্রে যদি উনি বলে সাত দিনের মধ্যে রিপোর্ট না নিলে ব্যবস্থা নেওয়া হবে, তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কী করবেন! পড়ুয়াদের ক্লাস করাবেন, পরীক্ষা নেবেন নাকি রিপোর্ট দেবেন! বিশ্ববিদ্যালয়কে রাজ্য সরকারকে হিসেব দিতে হয়। যদি সরকার সেই বিষয়ে হস্তক্ষেপ করে না। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের পক্ষে। সম্ভবত তাঁকে কেউ ভুল বোঝাচ্ছেন।'

    মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসাতে চেয়ে বিধানসভায় বিল পাশ হয়। জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন তা সইয়ের জন্য রাজভবনে পাঠানো হয়। ধনখড়ে প্রস্থান ও সিভি আনন্দ বোসের আগমনের পরও সেই বিল সই করে এখনও ফের পাঠায়নি রাজভবন। সেই নিয়েও এদিন মুখ খুলেছেন মমতা।

    মুখ্যমন্ত্রী বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে যাওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছিল। বিধানসভা বিল পাশ করে রাজ্যপালকে পাঠানো হয়েছিল। সেই বিল হয় উনি ফেরত পাঠাবেন নয় সমর্থন করবেন। উনি সমর্থনও করেননি ফেরত পাঠাননি। আমি বলব, ওই বিল পছন্দ না হলে উনি যেন তা ফেরত পাঠান। তাতে আমরা ফের বিধানসভায় তা পাশ করাতে পারব।'

    উল্লেখ্য, এদিন জোড়াসাঁকোর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল জানিয়েছেন, তিনি শেক্সপিয়রের 'হ্যামলেট'-র মতো চুপ করে বসে থাকবেন না। রাজনৈতিক মহলের মতে, কোনও সংকটের মুহূর্ত তৈরি অবশ্যই পদক্ষেপ করা হবে, রাজ্যপাল কার্যত এই বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী পালটা মন্তব্যে সেই সংঘাত আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)