• ভারতীয় সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা, কেন জারি করল ওয়াশিংটন?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ অক্টোবর ২০২২
  • মার্কিন বিদেশ দফতর মুম্বইয়ের একটি পেট্রোকেমিক্যাল সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইরানের খনিজ তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রিতে সাহায্য করার অভিযোগে ওই সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে আরও আটটি সংস্থাকে নিষিদ্ধ করেছে মার্কিন বিদেশ দফতর।

    তাদের ওয়েবসাইটে সংস্থাটি জানিয়েছে, তারা একটি বর্ধনশীল সংস্থা। একটা সময় তারা ছোট ট্রেডিং সংস্থা ছিল। কিন্তু, অল্পদিনেই রাসায়নিক, ক্ষার, সার ও পলিমারের মত পণ্য রফতানিতে তারা অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা হয়ে উঠেছে। মুম্বইয়ের এই সংস্থার পাশাপাশি চিনের সংস্থাও মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)