• আজ আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, বুধবার থেকে হতে পারে ঝড়বৃষ্টি সপ্তাহের শুরুতে পশ্চিমাঞ্চলে ফিরবে তাপপ্রবাহ
    বর্তমান | ১৩ মে ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘মোখা’র পরোক্ষ প্রভাবে আজ, শনিবার রাজ্যের উপকূল সংলগ্ন তিন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর রাজ্যের এই তিন উপকূল সংলগ্ন জেলা। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি নিয়ে অনিশ্চয়তা থাকলেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, আগামী বুধবার থেকে কয়েকদিন দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলে আশা করা যায়। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমেছে। পশ্চিমাঞ্চল ও মুর্শিদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা কমলেও তা ৪০ ডিগ্রির কাছাকাছিই ছিল। তিনি আরও জানিয়েছেন, ‘মোখা’ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময়  ঘূর্ণিঝড়ের ‘সিস্টেম’ থেকে কিছু মেঘপুঞ্জ রাজ্যের উপকূল এলাকার দিকে চলে আসবে। ওই মেঘ থেকেই উপকূল সংলগ্ন এলাকায় কিছুটা ঝড়-বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে পশ্চিমাঞ্চল এবং উপকূল থেকে অনেকটা দূরের জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবও পড়বে না। উপকূল এলাকার জন্য কোনও বিশেষ সতর্কবার্তাও জারি করেনি আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের কেবল  পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে রবিবার পর্যন্ত না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

    রবিবার দুপুর নাগাদ বাংলাদেশ সংলগ্ন উত্তর মায়ানমার উপকূল দিয়ে স্থলভূমিতে আছড়ে পড়বে খুব তীব্র মাত্রার ঘূর্ণিঝড় ‘মোখা’। সোম ও মঙ্গলবার রাজ্যের পশ্চিমাঞ্চল এবং মুর্শিদাবাদে ফের তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আছে বলে শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 
  • Link to this news (বর্তমান)