• India-South Africa: আজ গুয়াহাটিতে সিরিজ নিশ্চিত করতে নামবেন রোহিতরা
    আজকাল | ০৩ অক্টোবর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরার চোট নিয়ে ধোঁয়াশার মধ্যেই গুয়াহাটিতে সিরিজ নিশ্চিত করতে নামবেন রোহিতরা।

    ‌ দলের সেরা পেসারকে আদৌ টি-২০ বিশ্বকাপে পাওয়া যাবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। আগের দিনই বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি জানান, বুমরা এখনও পুরোপুরি ছিটকে যাননি। দলের সেরা অস্ত্রকে পাওয়া যাবে না ভেবে নিতে নারাজ কোচ রাহুল দ্রাবিড়ও। শিবিরে বিশ্বকাপের ভাবনা-চিন্তার মধ্যেই আজ প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। তিরুবনন্তপুরামে জিতে সিরিজ ১-০ তে এগিয়ে রোহিত অ্যান্ড কোম্পানি। সুইং দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ঘায়েল করেন অর্শদীপ সিং এবং দীপক চাহার। তবে গুয়াহাটিতে একই পিচ নাও পেতে পারে ভারত। গরমে নাজেহাল হয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা। প্র্যাকটিস করার সময়ও সমস্যা হচ্ছে। তবে রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    গুয়াহাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তার আগে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। তবে এবার পিচ দেখে সন্তুষ্ট দ্রাবিড়। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও এদিন যে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াবে না সেটা বলা যায় না। তবে সিরিজ জেতার বিষয়ে আশাবাদী টিম ইন্ডিয়ার কোচ। টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে আর মাত্র দুটো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন রোহিতরা।‌ তারপর অস্ট্রেলিয়ায় দুটো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা কম। বিশেষ নজর থাকবে হর্ষল প্যাটেলের ওপর। চোট সারিয়ে দলে ফিরলেও ছন্দে ফেরেননি স্লগ ওভার স্পেশালিস্ট। ভুরি ভুরি রান দিচ্ছেন। এদিন মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হতে পারে। তাঁর জন্য জায়গা করতে দীনেশ কার্তিক বা ঋষভ পন্থের মধ্যে একজনকে বসানো হতে পারে। যদিও এই সম্ভাবনা ক্ষীণ। বাকি দুই ম্যাচে দল সেট করে নিতে চাইবেন রোহিত। 
  • Link to this news (আজকাল)