• সিবিএসই পরীক্ষার কৃতী অন্তরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়
    বর্তমান | ১৫ মে ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বাবা, পিসিমণি সহ পরিবারের অনেকেই চিকিৎসক। তা সত্ত্বেও নিজে চিকিৎসক হতে চায় না দশম আইসিএসই-র কৃতী অন্তরা দাঁ। অন্তরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায়। তার ইচ্ছা, ভবিষ্যতে সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। অন্তরা ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছে। অন্তরা বলে, এত ভালো রেজাল্ট হবে তা ভাবতেও পারিনি। তবে, ভালো কিছু একটা করার ইচ্ছা ছিল। ভালো ফল করার জন্য তার পরামর্শ, পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রতিদিন নিয়ম করে পড়তে হবে।

    অন্তরার বাবা দেবজিৎ দাঁ মনোরোগ বিশেষজ্ঞ। মা কবিতা দাঁ গৃহবধূ। ভালো রেজাল্ট করার পিছনে বাবা এবং মায়ের অবদান একবাক্যে স্বীকার করে অন্তরা। তার কথায়, বাবা-মায়ের সহযোগিতা ছাড়া এই রেজাল্ট করতে পারতাম না। পড়াশোনার পাশাপাশি নানা রকম রান্না করতেও সে ভালোবাসে। খেলার প্রতিও তার আগ্রহ রয়েছে। স্কুলের স্পোর্টসেও সে অংশ নেয়। তার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। অন্তরা ইস্ট ওয়েস্ট মডেল স্কুল থেকে দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল।  অন্তরা বলে, আমার পরিবারের অনেকেই চিকিৎসক। তাই চিকিৎসক হওয়ার ইচ্ছা নেই। কম্পিউটার আমার প্রিয় বিষয়। তাই কম্পিউটার নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে দেশের ভালোর জন্য কাজ করতে চাই।
  • Link to this news (বর্তমান)