• আইসিএসই, আইএসসিতে শহরতলির নজরকাড়া ফল
    বর্তমান | ১৫ মে ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি: রবিবার আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলাফলে নজর কাড়ল শহরতলির বিভিন্ন স্কুল। সর্বভারতীয় স্তরে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার চার পড়ুয়া তৃতীয় স্থানে। তাঁদের সাফল্যে পরিবারের পাশাপাশি স্থানীয়রাও উচ্ছ্বসিত। সাফল্যের রসায়ন নিয়ে প্রত্যেকের দাবি, ভালোবেসে পড়লে সাফল্য আসবেই। তবে কোনও ‘শর্টকাট রুট’-এ লক্ষ্যে পৌঁছন সম্ভব নয়। 

    আইএসসিতে দেশে তৃতীয় স্থান পেয়েছেন হাওড়ার এমসিকেভি স্কুলের ছাত্র সিদ্ধার্থকুমার দুগার। বাণিজ্য বিভাগে তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ। বাড়ি শিবপুর সাউথ সিটি রোড এলাকায়। বাবা সুনীলকুমার দুগার পেশায় ব্যবসায়ী। মা প্রেম দুগার গৃহবধূ। বোন প্রিয়াংশী পঞ্চম শ্রেণিতে পড়ে। তাঁর প্রিয় বিনোদন হল ক্রিকেট। সুযোগ পেলেই টিভিতে চোখ রাখেন। মা প্রেম দুগার বলেন,  মাদার্স ডে’তে ছেলের দেওয়া বড় উপহার। কখনও পড়তে বসার কথা বলতে হয়নি। 

    পানিহাটি সেন্ট জেভিয়ার্সের দুই ছাত্রী সর্বভারতীয় মেধা তালিকায় তৃতীয় স্থানে। শিঞ্জিনী মিত্রের বাড়ি সোদপুর গভর্নমেন্ট হাউজিং এস্টেট এলাকায়। বাবা সৌরভপ্রসূন মিত্র ব্যবসায়ী। মা সুতপা মিত্র গৃহবধূ। ছোট থেকেই মেধাবী শিঞ্জিনী এবার আইসিএসই পরীক্ষায় ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছে। চিকিৎসক হতে চায়। অবসরে বই পড়ার পাশাপাশি গানের জগতে ডুব দিতে ভালোবাসে। জানাল, ভালোবেসে পড়তে হবে। মোবাইল ফোন থেকে দূরে থাকার অভ্যাস করতে হবে। এই স্কুলেরই সিলভিয়া নাথ আইএসসি পরীক্ষায় ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়েছেন। তাঁর বাড়ি খড়দহ এলাকায়। দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনা করতে চান। সাফল্যের বিষয়ে বলেন, ঘড়ি ধরে কখনও পড়িনি। পরীক্ষা ভালো হলেও এই ফলাফল হবে ভাবিনি। 

    হুগলির ব্যান্ডেল অগজিলিয়াম কনভেন্ট স্কুলের মেঘমালা দাশগুপ্ত আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থানে। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.২৫ শতাংশ। বাবা সমীক দাশগুপ্ত ইটাচুনা কলেজের ইংরেজির অধ্যাপক। মা সুরঞ্জনা গৃহবধূ। রসায়ন নিয়ে গবেষণা করতে চান। অবসরের মাধ্যম গান গাওয়া ও গল্পের বই।  

    কল্যাণী জুলিয়ান ডে স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস আইসিএসই পরীক্ষায় সর্বভারতীয় স্তরে সপ্তম ও রাজ্যের ফলাফলের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৪ শতাংশ। সাহিত্যের প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে। প্রিয় লেখক চেতন ভগৎ। ফুটবল আর ক্রিকেটেও আগ্রহী। 

    অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের কৃতী পড়ুয়া অরিত্র ঘোষ পেয়েছে ৯৯ শতাংশ নম্বর। বাবা অম্বরীশ ঘোষ বেসরকারি সংস্থার কর্মী। মা অঙ্গনা ঘোষ কলেজের অধ্যাপক। তাঁদের বাড়ি ডানলপ রথতলা এলাকায়।

    আইসিএসই পরীক্ষার মেধা তালিকায় স্থান করেছে নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের চার পড়ুয়া। অঙ্কন রায়, সায়ন সেন, অহনা বন্দ্যোপাধ্যায় ও ডরোথি মজুমদার রাজ্যের ফলাফলের নিরিখি তৃতীয় স্থানে ও  সর্বভারতীয় স্তরে সপ্তম স্থানে।
  • Link to this news (বর্তমান)