• হুগলির বিস্তীর্ণ এলাকায় ফের ঝড়, আমের ক্ষতি
    বর্তমান | ১৭ মে ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সোমবারের পরে মঙ্গলবার বিকালেও হুগলির চুঁচুড়া সহ বিস্তীর্ণ এলাকায় ঝড় হয়েছে। এদিন পাঁচটার পরে আচমকা তীব্র ঝড় শুরু হয়। তবে তা হুগলির সমস্ত এলাকায় হয়নি। শ্রীরামপুর, রিষড়া সহ একাধিক এলাকায় ঝড় হয়নি। আবার চুঁচুড়া, পাণ্ডুয়া, বাঁশবেড়িয়ায় ঝড়ের ব্যাপক দাপট দেখা গিয়েছে। ঝড়ের গতিবেগ সোমবারের মতোই তীব্র ছিল। তা ২০ মিনিট স্থায়ী হয়। ঝড় শুরু হতেই হুগলির জেলা সদর সহ একাধিক ব্লকে বিদ্যুৎ বিভ্রাট হয়। অধিকাংশ জায়গায় ঝড় থামার পরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও অনেক জায়গাতেই তা হয়নি। ঝড়ের সঙ্গে কিছুটা বৃষ্টিও হয়েছে। 

    মঙ্গলবারের ঝড়ে আম সহ সব্জির ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবারের ঝড়ে হুগলির বিভিন্ন আমবাগানে অনেক আম ঝরে পড়েছিল। বহু আমচাষি দাবি করেছেন, সোমবারের মতো মঙ্গলবারও মিনিট কুড়ির ঝড়ে বহু আম পড়ে গিয়েছে। হুগলির বাগানগুলিতে মূলত হিমসাগর ও সরি আমের ক্ষতি হয়েছে। রাত পর্যন্ত উদ্যানপালন দপ্তর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করতে পারেনি। তবে আমের এবার ব্যাপক ফলনের কারণে দাম কমার ইঙ্গিত মিলেছিল। দু’দিনের ঝড়ের দাপটে আমের দাম অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  

    এদিকে, বাঁশবেড়িয়ার ডানলপ কারখানার সীমানা প্রাচীরের একটা বড় অংশ এদিনের ঝড়ে ভেঙে পড়ে। আরও একটি অংশ বিপদজনক ভাবে ঝুলে রয়েছে। ওই এলাকা দিয়ে সাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে বাঁশবেড়িয়া পুরসভা। ভাঙা অংশ সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। 

    মঙ্গলবার বিকালের আচমকা ঝড়ে রেল পরিষেবাও কিছু সময়ের জন্য বিপর্যস্ত হয়েছিল। তবে ঝড় থামার পরেই পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। 
  • Link to this news (বর্তমান)