• পুলিশকে সরিয়ে নিলে তৃণমূল আর পার্টি অফিস খুলতে পারবে না: সুকান্ত মজুমদার
    হিন্দুস্তান টাইমস | ১৭ মে ২০২৩
  • NIA তদন্তের নাম করে রাজ্যের মানুষকে বোকা বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী। আসলে এগরাকাণ্ডের কোনও তদন্তই হতে দেবেন না তিনি। বুধবার নদিয়ার রানাঘাটে দলের যুব সম্মেলনে যোগ দিয়ে এই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, পুলিশকে সরিয়ে নিলে তৃণমূলের কোনও পার্টি অফিস আর খুলবে না।

    এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘তৃণমূল রাজনৈতিক চক্রান্ত করছে। এগরা বিস্ফোরণ কাণ্ড এবং কুর্মি আন্দোলনের মুখ ঘুরিয়ে দিতে নাটক করছেন মুখ্যমন্ত্রী। এগরা কাণ্ডে যে মূল অভিযুক্ত, তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল। ভানু তো এদিক - ওদিক সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। তাহলে কি পুলিশ ওকে লুকিয়ে রেখেছিল?’ পাশাপাশি তিনি বলেন, ‘এগরা কাণ্ডে এফআইআর কপিতে কারও নাম দেওয়া নেই। অথচ মুখ্যমন্ত্রী বলেছেন, দুই মাস আগে তাকে গ্রেফতার করেছিলাম। তাহলে তিনি কাকে বাঁচানোর চেষ্টা করছে? এনআইয়ের নাম করে মানুষকে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। আসলে তিনি কোন তদন্তই করতে দেবেন না’।

    তৃণমূলের সমালোচনা করে সুকান্তবাবু বলেন, ‘তৃণমূলের সঙ্গে শুধু পুলিশ রয়েছে। পুলিশ সরিয়ে নিলে তৃণমূল আর পার্টি অফিস খুলতে পারবে না’।

     

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)