• দিলীপ ঘোষের বাসভবনে ঢুকে কুড়মি আন্দোলনকারীদের তাণ্ডব
    হিন্দুস্তান টাইমস | ১৭ মে ২০২৩
  • তাঁদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষের খড়গপুরের বাসভবন ভাঙচুরের অভিযোগ উঠল কুড়মিদের একাংশের বিরুদ্ধে। মঙ্গলবার এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কুড়মি নেতা অজিত মাহাতো। অভিযোগ, আন্দোলনকারীরা গেট ভেঙে ঢুকে সাংসদের বাসভবনে ভাঙচুর চালান। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে পুলিশ। যদিও বুধবার সকালে দিল্লি গিয়েছেন দিলীপবাবু। রাতে ফেরার কথা রয়েছে তাঁর।

    গত রবিবার লালগড়ে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন দিলীপবাবু। পথে তাঁর গাড়ি আটকান কুড়মি আন্দোলনকারীরা। দিলীপবাবুর কাছে তাঁরা জানতে চান, কুড়মিদের জন্য আপনি কী করেছেন? জবাবে দিলীপবাবু বলেন, অনেককে আর্থিক সাহায্য করেছি। এর পর তাদের তালিকা প্রকাশের দাবি জানান কুড়মি আন্দোলনকারীরা। সেকথা শুনে পরদিন সকালে দিলীপবাবু বলেন, ‘বেশি বাড়াবাড়ি করলে আমি কাপড় খুলে নেব। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।’ এতেই দিলীপবাবুর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে কুড়মিদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিলীপ ঘোষের হয়ে ক্ষমা চান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু দিলীপ নিজের অবস্থান নরম করেননি। ফলে চিঁড়েও ভেজেনি।

    বুধবার দুপুরে কুড়মি নেতা অজিত মাহাতোর নেতৃত্বে কয়েক শ আন্দোলনকারী খড়গপুরে দিলীপবাবুর বাসভবনে হামলা চালান। গেট ভেঙে বাড়ির ভিতরে ঢুকে ফুলের টবসহ নানা জিনিস ভাঙচুর করেন তাঁরা।

    সেই খবর পেয়ে দিলীপ ঘোষ বলেন, ‘কিছু মাতাল আমার বাড়িতে হামলা করেছে। ৫০ হাজার লোক নিয়ে আসবে বলেছিল। মাত্র ২০০ লোক জোগাড় করতে পেরেছে।’ ওদিকে অজিতবাবু জানিয়েছেন, দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে, নইলে আন্দোলন আরও তীব্রতর হবে।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)