• একবালপুরে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
    হিন্দুস্তান টাইমস | ১৭ মে ২০২৩
  • একবালপুরে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার পরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন বসেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য দিয়েছেন। এছাড়াও, সেখানে গিয়ে বেআইনি বহুতল নিয়েও সরব হয়েছেন। সেখানে বেআইনি বহুতলের তালিকা তৈরি করে এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্য সচিব, পুলিশ কমিশনার, পুরসভা এবং সিইএসসির আধিকারিদের সঙ্গে বৈঠক করার জন্য কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, আজ বুধবার এই বৈঠক হবে। অন্যদিকে, এলবালপুরে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের ঘটনা কীভাবে বন্ধ করা যায় তাও খতিয়ে দেখতে বলেছেন তিনি।

    গত রবিবার একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ভেজা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন স্থানীয় বাসিন্দা ইজহার আখতার। তাঁকে বাঁচাতে গিয়ে তড়িদাহত হন শাশুড়ি মুনতাহা বেগম ও তাঁর মেয়ে খায়রুল নেশা। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পরিবারের সঙ্গে দেখা করার পর বলেন, ‘আমি আগে কলকাতার মেয়রকে বিষয়টি দেখার জন্য পাঠিয়েছিলাম। জায়গাটি আমার বিধানসভা কেন্দ্রের পাশে গার্ডেন রিচের অধীনে। বিদ্যুৎপৃষ্ট হওয়ার কারণ জানতে ফরেনসিক তদন্ত চলছে। আমি পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি এবং সরকারের পক্ষ থেকে আমি দুটি পরিবারের প্রত্যেককে ২.৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছি।’

    একবলপুরে অবৈধ নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি এর জন্য বাম সরকারকে দায়ী করেছেন। বাম আমলে ওই বিল্ডিংগুলি সেখানে তৈরি হয়েছিল বলে অভিযোগ তোলেন মমতা। তাঁর মতে, বেআইনি নির্মাণের ফলে একবালপুরের কিছু অংশের বাসিন্দারা ঝুঁকির মধ্যে রয়েছে। শুধু তাই নয় এর ফলে সেখানে পুলিশ এবং দমকলের গাড়ি প্রবেশ করাও কঠিন বলে মনে করছেন মমতা। মুখ্যমন্ত্রীর সফরের পরে একবালপুরের ঘটনায় বন্দর বিভাগ একটি স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে।যুগ্ম সিপি (অপরাধ) শঙ্খ শুভ্র চক্রবর্তী জানিয়েছেন, ‘আমরা ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ এবং ৩৮৮ ধারায় মামলা রুজু করেছি।’

    এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4au
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)