• কাতার বিশ্বকাপে বিশেষ চমক, প্রদর্শিত হবে ‘হ্যান্ড অফ গড’ জার্সি
    প্রতিদিন | ০৩ অক্টোবর ২০২২
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতার বিশ্বকাপে (Qatar World Cup) বিশেষ চমক। ১৯৮৬ সালে যে জার্সি গায়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘হ্যান্ড অফ গড’ গোল করেছিলেন দিয়েগো মারাদোনা (Diego Maradona), কাতারে মেসি-রোনাল্ডোর খেলা দেখার পাশাপাশি এবার তাই চাক্ষুষ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ চলাকালীন তা প্রদর্শন করা হবে কাতারে।

    গত মে মাসে রেকর্ড ৯.৩ মিলিয়ন ডলারে নিলামে ফুটবল রাজপুত্রের সেই জার্সি বিক্রি হয়। রবিবার থেকে টানা ১ এপ্রিল পর্যন্ত সেই জার্সি রাখা থাকবে কাতারের ৩-২-১ স্পোর্টস মিউজিয়ামে। ফলে কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়া ফুটবল অনুরাগীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যে পরিণত হবে আর্জেন্টাইন কিংবদন্তির এই ‘হ্যান্ড অফ গড’ জার্সি, তা বলাই বাহুল্য। 

    উল্লেখ্য, ’৮৬ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন মারাদোনা। সেই গোল দু’টি নিয়ে আজও চর্চা অব্যাহত। গোল দু’টির প্রথমটি ছিল ‘হ্যান্ড অফ গড’। যেখানে রেফারির চোখ এড়িয়ে হাত দিয়ে গোল করেন মারাদোনা। যা নিয়ে পরবর্তী সময়ে আর্জেন্টাইন তারকার খোদ স্বীকারোক্তি ছিল, ‘‘গোলটা কিছুটা মাথা দিয়ে, কিছুটা ঈশ্বরের হাত দিয়ে।’’

    পরে তা নিয়ে বিতর্কের ঝড়ও ওঠে। একই ম্যাচে মারাদোনার দ্বিতীয় গোলটি ইংল্যান্ডের পাঁচ ডিফেন্ডার সহ গোলকিপার পিটার শিল্টনকে কাটিয়ে, যা ২০০২ সালে ফিফা পোলে শতাব্দীর সেরা গোলের তকমা পায়। ম্যাচ শেষে মারাদোনা জার্সি বিনিময় করেছিলেন ইংল্যান্ড তথা নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার স্টিভ হজের সঙ্গে। সেই জার্সি দীর্ঘ ২০ বছর ম্যাঞ্চেস্টার মিউজিয়ামে থাকার পর মে মাসে নিলামে বিক্রি হয়। তবে কে কিনেছেন সেই জার্সি, তা প্রকাশ্যে আনা হয়নি। জার্সি বিক্রির পর থেকেই তা কাতারে আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন মিউজিয়াম কর্তৃপক্ষ।

    মারাদোনার জার্সির পাশাপাশি মিউজিয়ামে থাকছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডনের জার্সি, থাকছে প্রথম বিশ্বকাপে ব্যবহৃত ফুটবল, ফুটবলের প্রথম রুলবুক, ফুটবল সম্রাট পেলের ডান পায়ের বুটের স্মারক ও জার্সি।  
  • Link to this news (প্রতিদিন)