• এক রাত পেরোলেই মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে নিজের নম্বর জানা যাবে? রইল পুরো উপায়
    হিন্দুস্তান টাইমস | ১৯ মে ২০২৩
  • শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আগামিকাল সকালে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। প্রথমে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। তারপর ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত যাবতীয় আপডেট এবং রেজাল্ট দেখা যাবে।

    মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। তবে অনলাইনে মাধ্যমিকের ফলাফল দেখার জন্য আরও দু’ঘণ্টা অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। বেলা ১২ টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে। সেখান থেকে বিষয়ভিত্তিক নম্বর, গ্রেড এবং মোট নম্বর জানতে পারবে পড়ুয়ারা।

    হিন্দুস্তান টাইমস বাংলায় মাধ্যমিকের রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে

    ১) পড়ুয়াদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in-তে যেতে হবে।

    ২) ‘West Bengal Board of Secondary Exam Results 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে পড়ুয়াদের।

    ৩)  নয়া একটি পেজ খুলে যাবে। রোল নম্বর, জন্মতারিখ এবং ক্যাপচা প্রদান করতে হবে। তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।

    ৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।

    সার্বিকভাবে গত বছর মাধ্যমিকের পাশের হার ছিল ৮৬.৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ ছিল। ছাত্রীদের পাশের হার ছিল ৮৫ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে ছিল পূর্ব মেদিনীপুর (৯৭.৬৩ শতাংশ)। যে জেলা বরাবরই মাধ্যমিকে ফলাফল করে আসে। জেলাভিত্তিক পাশের নিরিখে কোন জেলা কত নম্বরে ছিল, তা দেখে নিন -

    ১) পূর্ব মেদিনীপুর (৯৭.৬৩ শতাংশ)।

    ২) কালিম্পং (৯৪.৭১ শতাংশ)।

    ৩) পশ্চিম মেদিনীপুর (৯৪.৬২ শতাংশ)।

    ৪) কলকাতা (৯৪.৩৬ শতাংশ)।

    ৫) ঝাড়গ্রাম (৯২.০৭ শতাংশ)।

    ৬) উত্তর ২৪ পরগনা (৯১.৯৮ শতাংশ)।

    ৭) দক্ষিণ ২৪ পরগনা (৮৯.৬৮ শতাংশ)।

    ৮) মালদা (৮৭.১১ শতাংশ)।

    ৯) হুগলি (৮৬.৩৭ শতাংশ)।

    ১০) হাওড়া (৮৬.৩৬ শতাংশ)।

    ১১) নদিয়া (৮৬.০১ শতাংশ)।

    ১২) পুরুলিয়া (৮৫.৭৯ শতাংশ)।

    ১৩) মুর্শিদাবাদ (৮৫.২৮ শতাংশ)।

    ১৪) আলিপুরদুয়ার (৮৪.২৮ শতাংশ)।

    ১৫) বীরভূম (৮২.৪৯ শতাংশ)।

    ১৬) বাঁকুড়া (৮১.৮ শতাংশ)।

    ১৭) দার্জিলিং (৮১.৪২ শতাংশ)।

    ১৮) পূর্ব বর্ধমান (৮১.০১ শতাংশ)।

    ১৯) দক্ষিণ দিনাজপুর (৮০.৮৭ শতাংশ)।

    ২০) কোচবিহার (৮০.৬৬ শতাংশ)।

    ২১) পশ্চিম বর্ধমান (৭৮.১৮ শতাংশ)।

    ২২) উত্তর দিনাজপুর (৭৬.৩৯ শতাংশ)।

    ২৩) জলপাইগুড়ি (৭২.৬৬ শতাংশ)।

    (এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)