• এগরাকাণ্ডের পর তৎপর পুলিশ, তল্লাশি চালিয়ে উদ্ধার ৭০০ কেজি বাজি
    হিন্দুস্তান টাইমস | ১৯ মে ২০২৩
  • এগরাকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রাজ্যজুড়ে উঠেছে সমালোচনার ঢেউ। তারপরেই বেআইনি বাজি রুখতে তৎপর হয়েছে পুলিশ। বৃহস্পতিবার হুগলির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণে বাজি উদ্ধার করল পুলিশ। এছাড়াও, ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে হুগলি জেলায় উদ্ধার হওয়া বাজির পরিমাণ প্রায় ৭৩৮ কেজি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে হুগলির চণ্ডীতলা, ধনিয়াখালি, খানাকুল হরিপাল, সিঙ্গুর সহ একাধিক জায়গায় হানা দেয় পুলিশ। এই সমস্ত জায়গায় একাধিক বাজি তৈরির কারখানা রয়েছে। সেই কারখানাগুলিতে নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ বাজি তৈরি হচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে পুলিশ এই পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে। বুধবার রাতে বেগমপুরের খরসরাই এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া, প্রচুর বাজি তৈরির মশলা উদ্ধার হয়েছে। ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ

    এর মধ্যে চণ্ডীতলার পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ৯টি থানা এলাকায় তল্লাশি চালানো হয়েছিল। এ বিষয়ে হুগলির পুলিশ সুপার (গ্রামীণ) আমনদীপ জানান, ৯টি থানার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়েছে। বাজি তৈরির সঙ্গে যুক্ত ১১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মোট ৭৮৩ কিলোগ্রাম বাজি উদ্ধার হয়েছে।। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বাজির মধ্যে শুধুমাত্র চণ্ডীতলার বেগমপুর থেকেই উদ্ধার হয়েছে ৬০০ কিলোগ্রাম বাজি। এছাড়া, বাজি তৈরির মশলা উদ্ধার হয়েছে ৮০ কিলোগ্রাম। হুগলির পাশাপাশি বীরভূমের নলহাটিতেও এদিন অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অন্যদিকে, এগরার বিস্ফোরণের পর সতর্ক বারাকপুর পুলিশ কমিশনারেট। তাই রাতভর তল্লাশি চালিয়ে শিবদাস থানার পুলিশ বেআইনি ৪৫ কেজি বারুদ এবং বাজি তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। ঘটনায় পুলিশ মহম্মদ আরাফত নামে এক বাজী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর আজ তাকে বারাকপুর আদালতে পাঠায়। ধৃত আরাফতকে জিজ্ঞাসাবাদ করে আর বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4au
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)