• Ram Navami Violence In Bengal : রামনবমীর ঘটনায় এনআইএ খারিজে সওয়াল রাজ্যের
    এই সময় | ১৯ মে ২০২৩
  • এই সময়, নয়াদিল্লি : রামনবমীতে রাজ্যে ঘটা কিছু গোলমালের ঘটনা নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আরও কয়েক জনের দায়ের জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এনআইএ'র হাতে তদন্তভার তুলে দিয়েছিল। ওই রায় চ্যালেঞ্জ করে রাজ্যের দায়ের আপিল মামলায় বৃহস্পতিবার প্রথম শুনানি হলো সুপ্রিম কোর্টে। আইনশৃঙ্খলা রক্ষা রাজ্যের এক্তিয়ারভুক্ত উল্লেখ করে এনআইএ তদন্ত খারিজের দাবি জানান রাজ্যের কৌঁসুলি অভিষেক মনু সিংভি।

    তাঁর দাবি, জনস্বার্থ মামলার নামে রাজনৈতিক স্বার্থে হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেই বিষয়টিও হাইকোর্ট বিবেচনা করেনি। রাজ্য যথাযথই তদন্ত করছিল। অথচ হাইকোর্টের নির্দেশের পর এনআইএ ছ'-ছ'টি এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে, রাজ্যের পুলিশ আধিকারিকদেরও তলব করছে।

    প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপ্রিম কোর্টে গরমের ছুটির পরে শুনানির কথা বললে সিংভি সে ক্ষেত্রে অন্তর্বর্তী ব্যবস্থায় এনআইএ তদন্ত এবং কোনও রকম শাস্তিমূলক ব্যবস্থায় স্থগিতাদেশের আবেদন করেন। এই সময়ে এনআইএ'র তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দেন, হিংসার ঘটনার তদন্তে পুলিশ আধিকারিকদের বয়ান সংগ্রহেই তাঁদের তলব করা হচ্ছে৷

    শাস্তিমূলক ব্যবস্থা না-নেওয়ার আর্জিরও বিরোধিতা করেন মেহতা। তাঁর কথার সূত্রে প্রধান বিচারপতি জানতে চান, হিংসার বাতাবরণ তৈরি করা দুষ্কৃতীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপে রাজ্যের সমস্যা কোথায়? সময়াভাবে এ দিন শেষ হয়নি শুনানি৷ আজ শুক্রবারও হবে শুনানি৷
  • Link to this news (এই সময়)