• অনেকটা এগিয়ে আসছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা, দেখে নিন পুরো রুটিন
    হিন্দুস্তান টাইমস | ১৯ মে ২০২৩
  • আগামী বছর অনেকটাই এগিয়ে আসছে মাধ্যমিক পরীক্ষা। এবার যেখানে ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, আগামী বছর (২০২৪ সাল) সেখানে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। কী কারণে প্রায় তিন সপ্তাহ পরীক্ষা এগিয়ে আনা হয়েছে, তা অবশ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে সরকারিভবে কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট মহলের মতে, আগামী বছর লোকসভা নির্বাচনের বিষয়টি মাথায় রেখে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে নিতে চাইছে বলে সংশ্লিষ্ট মহলের মত।

    মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মূল যে সাতটি বিষয় আছে, সেই সাতটি বিষয়ের পরীক্ষা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। তারপর একদিন ছুটির পর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষার পুরো রুটিন দেখে নিন -

    ১) প্রথম ভাষা: ২ ফেব্রুয়ারি (শুক্রবার)।

    ২) দ্বিতীয় ভাষা: ৩ ফেব্রুয়ারি (শনিবার)।

    ৩) ইতিহাস: ৫ ফেব্রুয়ারি (সোমবার)।

    ৪) ভূগোল: ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।

    ৫) অঙ্ক: ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

    ৬) জীবনবিজ্ঞান: ৯ ফেব্রুয়ারি (শুক্রবার)।

    ৭) ভৌতবিজ্ঞান: ১০ ফেব্রুয়ারি (শনিবার)।

    ৮) ঐচ্ছিক বিষয়: ১২ ফেব্রুয়ারি (সোমবার)।

    – প্রথম ভাষা: বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতীয়, নেপালি, ওড়িয়া, পঞ্জাবি, তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি।

    – দ্বিতীয় ভাষা: ইংরেজি (ইংরেজি ছাড়া প্রথম পত্রে অন্য কোনও ভাষা থাকলে) অথবা বাংলা বা নেপালি (ইংরেজি যদি প্রথম পত্র হয়)।

    উল্লেখ্য, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ (শুক্রবার, ১৯ মে)। এবার পাশের হার ঠেকেছে ৮৬.১৫ শতাংশে। যা গত বছর (২০২২ সালের মাধ্যমিক) ৮৬.৬ শতাংশ ছিল।  

    (এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)