• Ravi Shastri: আইপিএল থেকে বিশ্বকাপের দলে কাদের দেখতে চান রবি শাস্ত্রী? 
    আজকাল | ২০ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের অক্টোবরে একদিনের বিশ্বকাপ।

    তার আগে নিজের পছন্দের তালিকা পেশ করলেন রবি শাস্ত্রী। ষোড়শ আইপিএলে নজর কেড়েছে বেশ কয়েকজন তরুণ ব্যাটার। বিশ্বকাপের স্কোয়াডে তাঁদের দেখতে চান ভারতের প্রাক্তন কোচ। টপ অর্ডারে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলের মতো ব্যাটার রয়েছে। তবুও শাস্ত্রী মনে করেন, ভারতের টপ অর্ডারের আরেকটি সেট তৈরি। কোনও প্লেয়ার চোট পেলে ৫০ ওভারের বিশ্বকাপে নিজেদের মেলে ধরার সুযোগ পাবে তাঁরা। তালিকায় প্রথমেই যশস্বী জয়েসওয়াল। একটি শতরান এবং চারটি অর্ধশতরান সহ ৫৭৫ রান করেন রাজস্থানের ওপেনার। দ্বিতীয় স্থানে রিঙ্কু সিং। তিনটে অর্ধশতরান সহ ৪০৭ রান করেছেন নাইটদের ছন্দে থাকা ব্যাটার। তারমধ্যে রয়েছে গুজরাটের বিরুদ্ধে সেই অবিশ্বাস্য ইনিংস। শাস্ত্রী মনে করেন, এই দু'জনের অবিলম্বে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়া উচিত। চলতি আইপিএলের সেরা হিসেবে দু'জনকে নির্বাচিত করেন ভারতের প্রাক্তন কোচ। শাস্ত্রী বলেন, 'প্রথমজন যশস্বী জয়েসওয়াল। যেভাবে এই আইপিএলে খেলছে। আগের বছরের তুলনায় অনেক উন্নতি করেছে। যা ইতিবাচক দিক। এটা প্রমাণ করছে একজন তরুণ ব্যাটার নিজের গেমকে অন্য লেভেলে নিয়ে যেতে তৈরি। শটে একটা পাওয়ার আছে। গ্রাউন্ডের চারদিকে মারছে। আরেকজন রিঙ্কু সিং। ওর গল্পটা দারুণ। ওর মানসিকতা আলাদা। পেরেকের মতো শক্ত। দু'জনেই গরীব ঘরের ছেলে। জীবনের প্রথমদিকে কঠোর পরিশ্রম করেছে। কোনওকিছুই সহজলভ্য হয়নি। তাই দু'জনের মধ্যেই সেই খিদেটা আছে।' এদের পাশাপাশি তিলক বর্মা, জীতেশ শর্মা, সাই সুদর্শনেরও প্রশংসা করেন শাস্ত্রী। তবে বিশ্বকাপের প্রাক্কালে এরা কেমন ফর্মে থাকে তার ওপরও অনেককিছু নির্ভর করবে। পাশাপশি মূল দলের কেউ চোট পেলে তবেই এদের কপাল খুলবে। 
  • Link to this news (আজকাল)