• Reserve Bank of India: বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট, জানাল রিজার্ভ ব্যাঙ্ক
    আজকাল | ২০ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ৩০ সেপ্টেম্বরের পর বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট।

    এক বিবৃতিতে এমনটাই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাধারণ মানুষকে তার আগে সমস্ত ২০০০ টাকার নোট জমা করতে হবে জানানো হয়েছে এমনটাই। জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি আঞ্চলিক অফিস সহ বাকি ব্যাঙ্ক গুলিতেও ২০০০ টাকার নোট জমা করতে পারবেন সাধারণ মানুষ। আগামী ২৩ মে থেকে ব্যাঙ্কে টাকা জমা করতে পারবেন মানুষ।

    পরিবর্তে কম মূল্যের টাকা দেওয়া হবে ব্যাঙ্কের তরফে। দেশের সমস্ত ব্যাঙ্ককে ও ২০০০ টাকার নোট ব্যবহার করতে বারণ করে দেওয়া হয়েছে। ২০১৬ সালে নোট বন্দির পর ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল। বিবৃতিতে আরবিআই জানিয়েছে, অন্যান্য মূল্যের নোট পর্যাপ্ত পরিমাণে বাজারে চলে আসার পর ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। নোট পরিবর্তনের জন্য সময় দেওয়া হয়েছে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। তবে, প্রয়োজন পড়লে সেই সময়সীমা বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক এমনটাই খবর সূত্রে। 
  • Link to this news (আজকাল)