• পানিঘাটায় ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ার
    বর্তমান | ২০ মে ২০২৩
  • সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার কার্শিয়াং ডিভিশনের অন্তর্গত পানিঘাটা রেঞ্জের কলাবাড়ি বনাঞ্চলে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। বনবিভাগ জানিয়েছে, মৃতের নাম রেনুকা মার্ডি লামা (৬০) সে নিরপানিয়ার বাসিন্দা। বনবিভাগ সূত্রে জানা যায়, এদিন ওই মহিলা জঙ্গলে ঘাস কাটতে গিয়েছিলেন। তখনই দলছুট হাতির হানায় ওই মহিলার মৃত্যু হয়। পরে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কার্শিয়াং ডিভিশনের এডিএফও ভুপেন বিশ্বকর্মা বলেন, বর্তমানে ওই জঙ্গলে ৫০টি হাতির দল রয়েছে। জঙ্গলে ঘাষ ও জ্বালানি কাঠ সংগ্রহ না করতে যাওয়ার জন্য একাধিকবার বলা হয়েছিল। তা না মেনে জঙ্গলে ঢুকে পড়ছেন স্থানীয়রা। যেহেতু জঙ্গলের ভেতরে ঘটনাটি ঘটেছে, তাই মৃতের পরিবার কোনও ক্ষতিপূরণ পাবে না।
  • Link to this news (বর্তমান)