• দম্পতির রহস্যমৃত্যুতে সিট গড়ল হাইকোর্ট
    বর্তমান | ২০ মে ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলপাইগুড়িতে দম্পতির রহস্যমৃত্যু মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল কলকাতা হাইকোর্ট।  এর আগে রাজ্যের কাছে ওই সিটের সম্ভাব্য পুলিস আধিকারিকদের নাম তলব করেন বিচারপতি রাজাশেখর মান্থা। এদিন বিচারপতি জানিয়েছেন সিটে প্রধান দায়িত্বে থাকবেন আইপিএস আধিকারিক কে জয়রামন। 

    গত ১ এপ্রিল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া রোড এলাকার বাসিন্দা সুবোধ ভট্টাচার্য এবং জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান   অপর্ণা ভট্টাচার্য কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। ভট্টাচার্য দম্পতি সম্পর্কে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের ভাই ও ভাইয়ের স্ত্রী। শিশুপাচারের সঙ্গে এই দু’জনের নাম জড়িয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় পাঁচ অভিযুক্তের মধ্যে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে পড়ে। পরে নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হয়। এর আগে সেই মামলার শুনানিতে তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ঘটনার পরদিন, অর্থাৎ ২ এপ্রিল এফআইআর দায়ের হলেও ২০ দিন কেটে যাওয়ার পর কেন অভিযুক্তদের নোটিস পাঠানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। এদিন সেই মামলার তদন্তে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিলেন তিনি।
  • Link to this news (বর্তমান)