• হট্টগোলে বিরক্ত পার্থ, মাধ্যমিকের খবর দেখা ছেড়ে চলে গেলেন সেলে
    বর্তমান | ২০ মে ২০২৩
  • সুকান্ত বসু, কলকাতা : প্রাক্তন শিক্ষামন্ত্রী যখন টিভিতে মাধ্যমিকের ফল প্রকাশের সংবাদ দেখছিলেন তখন আশপাশের সেল থেকে বন্দিদের চিৎকার চেঁচামেচির শব্দ আসছিল। এতে প্রবল বিরক্ত হন তিনি। কারারক্ষীদের ডেকে বলেন,‘কি হচ্ছে, এত চিৎকার চেঁচামেচি কেন? একটু আস্তে কথা বলতে বলুন। দেখছেন তো একটা সিরিয়াস জিনিস দেখছি।’ পার্থবাবুর উষ্মার পর বন্দিরা আরও বেশি করে হই হট্টগোল শুরু করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে যান তিনি। চিৎকারের ফলে একটা সময় বিরক্ত হয়ে টিভি দেখা ছেড়ে নিজের সেলে চলে যান। প্রেসিডেন্সি জেল সূত্রে শুক্রবার এই খবর জানা গিয়েছে।

    তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী উৎসাহ নিয়ে ফলপ্রকাশ দেখলেও জেলের একটি সূত্র জানিয়েছে, এদিন মাধ্যমিক নিয়ে খুব একটা আগ্রহ দেখাননি মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। একটি চ্যানেলে ফল প্রকাশের খবর ভেসে ওঠার পর সেদিকে একবার তাকান। তারপর নিজের সেলে চলে যান। মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। রাজ্যজুড়ে প্রবল আগ্রহ। এই উত্তেজনার আঁচ সংশোধনাগারেও পৌঁছেছিল শুক্রবার। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের  মতো পরীক্ষা নিয়ে সাধারণত জেল বন্দিদের কোনও আগ্রহ থাকে না। তবে এবছরের চিত্রটা অন্যান্যবারের মতো নয়। এবার রা঩জ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক সরকারি আধিকারিক জেলে বন্দি। তাঁরা মাধ্যমিকের খবরাখবর জানতে উদগ্রীব। 

    প্রেসিডেন্সি সূত্রে খবর, রেজাল্ট জানতে এদিন সকালে একটু আগে ঘুম থেকে ওঠেন পার্থবাবু। সাড়ে ন’টা নাগাদ লিকার চায়ে চুমুক দিয়ে সেলের লম্বা বারান্দায় টুলে বসে চোখ রাখেন টিভিতে। একমনে খবর দেখতে থাকেন।  জেলার ফল ভালো হওয়া নিয়ে তিনি ব্যক্তিগত কিছু মতামতও রাখেন। কথা বলতে বলতে কিছুটা বিমর্ষও হয়ে পড়েন। জেলে তাঁর সহবন্দিরা বলাবলি করছিলেন, শিক্ষামন্ত্রী থাকার সময় এই মানুষটি এসব দিনে খুব ব্যস্ত থাকতেন। শিক্ষাদপ্তরের কর্তারা বারবার ফোনে পরামর্শ নিতেন। আজ সব ফাঁকা। জেলে বস্তুত তাঁর কোনও ব্যস্ততাই নেই। 
  • Link to this news (বর্তমান)