• আজ কর্ণাটকে কংগ্রেস সরকারের শপথ, থাকছেন মমতার প্রতিনিধি
    বর্তমান | ২০ মে ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ কর্ণাটকে কংগ্রেস সরকারের শপথ। শ্রীকান্তিরাভা স্টেডিয়ামের শপথ গ্রহণ অনুষ্ঠানে খাড়্গের আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিত্ব করবেন তৃণমূলের লোকসভার সদস্য কাকলি ঘোষ দস্তিদার। শপথ গ্রহণ অনুষ্ঠানে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি আর, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়য়েককে আমন্ত্রণ না জানানোয় সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কীসের মহাজোট? যদিও কংগ্রেসের 

    বক্তব্য, মুখ্যমন্ত্রী নয়। দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সিপিএমের সীতারাম ইয়েচুরি থাকছেন। বাকিরা কি সত্যিই মোদি বিরোধী?

    আজ শপথ নিয়ে নতুন সরকার সঠিকভাবে পাঁচ বছর চালানোই প্রধান লক্ষ্য কংগ্রেসের। শপথে বেঙ্গালুরু যাচ্ছেন না সোনিয়া গান্ধী। থাকছেন হিমাচল প্রদেশে মেয়ের বাড়ি ছারাব্রাতেই। শপথে থাকবেন রাহুল ও প্রিয়াঙ্কা। আজ সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে চাটার্ড বিমানে তাঁরা বেঙ্গালুরু যাচ্ছেন। বৃহস্পতিবার কর্ণাটক ফিরে রাজ্যপাল থাওরচাঁদ গেহলটের কাছে সরকার গড়ার দাবিপত্র পেশ করেন সিদ্ধারামাইয়া-শিবকুমার। শুক্রবার ফের সকালে উড়ে আসেন দিল্লি। ১০ জনপথে গিয়ে উভয়েই সাক্ষাৎ করেন রাহুল-প্রিয়াঙ্কার। জানান ব্যক্তিগত আমন্ত্রণ। কংগ্রেসের লক্ষ্য, অন্তত বিধানসভার ফল লোকসভা নির্বাচনেও ধরে রাখা। তাই শিবকুমারকে বিশেষ দায়িত্ব দিয়েছেন সোনিয়া গান্ধী। দলের মধ্যে খবর, লোকসভায় ২৮ আসনের অধিকাংশ যদি কংগ্রেস জেতে, তাহলে শিবকুমারকে পুরস্কার দেওয়া হতে পারে। কিন্তু কী সেই পুরস্কার? সিদ্ধারামাইয়াকে সরিয়ে মুখ্যমন্ত্রী? নাকি কেন্দ্রে বিরোধী জোট ক্ষমতায় এলে দিল্লিতে মন্ত্রিত্ব? শুরু জল্পনা। 
  • Link to this news (বর্তমান)