• বারাণসীর সঙ্গে দক্ষিণ ভারতেও লোকসভায় প্রার্থী মোদি, জল্পনা নজরে রামেশ্বরম বা কোয়েম্বাটোর
    বর্তমান | ২০ মে ২০২৩
  • সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: বিজেপি কি অচিরেই উত্তর ভারতের দল বলে পরিচিত হবে? কর্ণাটকের ভোটে হারের পর এখন এই দুশ্চিন্তা বিজেপির অন্দরে। এতদিন দক্ষিণের অন্তত একটি রাজ্যে তাদের ভালোরকম অস্তিত্ব ছিল। এবার সেই রা঩জ্যে শোচনীয় পরাজয়। মাত্র ১০ মাস পর লোকসভা ভোটের আগে এই ফলাফলে স্বভাবতই দিশাহারা বিজেপি। দক্ষিণ ভারতে নিজেদের ছাপ রাখার শেষ চেষ্টা হিসেবে আগামী লোকসভা ভোটে শৈবতীর্থ রামেশ্বরম অর্থাৎ রামনাথপুরম কেন্দ্রে ভোটে দাঁড়ানোর কথা ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রধানমন্ত্রী ভোটে দাঁড়ালে দলের কতটা ফায়দা হবে, তার একটা সমীক্ষাও করছে বিজেপি। শুধু দলীয়ভাবেই নয়, বেসরকারি সমীক্ষক সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। 

    সমীক্ষক সংস্থা ইতিবাচক বার্তা ও আভাস  দিলে রামানাথপুরম লোকসভা কেন্দ্র থেকে আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন মোদি। এই রামানাথপুরম লোকসভা কেন্দ্র বাছাই করার কারণ হল, বিখ্যাত হিন্দুতীর্থ রামেশ্বরম এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তবে রামানাথপুরমে মোদি প্রার্থী হলেও বারাণসী কেন্দ্র তিনি ছাড়বেন না। অর্থাৎ দু’টি কেন্দ্র থেকে লড়াই করবেন। দু’টিতেই জিতলে কোন আসন ছেড়ে দেবেন, সেটা পরে সিদ্ধান্ত হবে। এই প্রস্তাব নিয়ে বিজেপির অন্দরে আলোচনা তুঙ্গে। কারণ, মোদি যদি দক্ষিণ ভারতের এই বিখ্যাত শহর থেকে প্রার্থী হন, তাহলে তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশ জুড়ে  ভোটাররা প্রভাবিত হবেন বলে বিজেপির বিশ্বাস। জাতীয় রাজনীতিতে  সেক্ষেত্রে এই রাজ্যই হয়ে উঠবে লোকসভা ভোটের সবথেকে হাই প্রোফাইল রাজ্য। বিজেপির সমীকরণ হল, জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে দুর্বল হয়ে পড়েছে। ডিএমকের বিপরীতে লড়াই করার মতো একক শক্তি আর তাদের নেই। তাই এআইএডিএমকে বিজেপির সঙ্গে জোট করেছে। এই জোটের অভাব হল ক্যারিশ্মা ও গ্ল্যামার কিংবা পেডিগ্রি। এম কে স্ট্যালিনের এগুলি রয়েছে। কারণ, তিনি করুণানিধির পুত্র। যদি লোকসভা ভোটে বিজেপি ও এআইএডিএমকের জোটে মোদির আগমন ঘটে তবে সেই অভাবও ঘুচবে। বেসরকারি সংস্থাকে দিয়ে অবশ্য শুধুই রামানথপুরম কেন্দ্রের সমীক্ষা করানো হচ্ছে, এমনটা নয়। কোয়েম্বাটোরকেও এই তালিকায় রাখা হয়েছে। অর্থাৎ রামানাথপুরম অথবা কোয়েম্বাটোর। যে কোনও একটি কেন্দ্রকে বাছাই করে মোদি বার্তা দেবেন, তিনি উত্তর ভারত ও দক্ষিণ ভারত দু‌ই অংশ থেকেই সমানভাবে লড়াই করতে চাইছেন। - ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)