• বাদুড়িয়ার সব্জি বাগানে ছিঁড়ে পড়েছিল ৪৪০ ভোল্টের তার জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু
    বর্তমান | ২০ মে ২০২৩
  • সংবাদদাতা, বসিরহাট: সব্জি বাগানে ছিঁড়ে পড়েছিল ৪৪০ ভোল্টের বিদ্যুতের তার। সেই জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত হল তিন গ্রামবাসীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের বামনহাট গ্রামে। ঘটনার পর ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। গ্রামবাসীদের দাবি, মাঝেমধ্যেই এই এলাকায় এভাবে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থেকে দুর্ঘটনা ঘটছে। বিদ্যুৎ দপ্তরকে বারবার বললেও তারা দ্রুত মেরামত করছে না। ফলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই তিনজনের মৃত্যুও এমন গাফিলতির জন্যই ঘটে গেল। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তাঁরা জানিয়েছেন রাজ্য সরকারের কাছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আনারুল জমাদার (৪২) ও তাঁর ছেলে রহমান জমাদার (১৮) একটি জমিতে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু সেই জমির কাঁকরোল গাছের ফুল ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট হন দু’জনেই। তাঁদের বাঁচাতে ছুটে আসেন আশপাশে কাজ করতে থাকা আরও কিছু কৃষক। তখন বিদ্যুৎস্পৃষ্ট হন আরেক কৃষক রফিকুল ফকির (৫৭)। বিদ্যুতের ছোবলে আহত হন আরও একজন। স্থানীয়রাই তিনজনকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। বাকি একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।  মৃতদের পরিবারের সদস্যদের অভিযোগ, ওই জমির উপর ৪৪০ ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। বারবার বাদুড়িয়ার কাটিহাট বিদ্যুৎ দপ্তরে জানানো সত্ত্বেও তারা কর্ণপাত করেনি, কোনও ব্যবস্থাও নেয়নি। মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটে এই এলাকায়। এমন উদাসীনতা এবং গাফিলতির কারণেই আজ এই মর্মান্তিক মৃত্যু। স্থানীয় বাসিন্দাদের দাবি, দোষী বিদ্যুৎ দপ্তরের কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কারও এভাবে মৃত্যু না হয়। দরিদ্র পরিবারগুলিকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছেন গ্রামবাসীরা। এই বিষয়ে বাদুড়িয়ার বিধায়ক কাজি আব্দুর রহিম জানান, খুবই দুঃখজনক ঘটনা। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আর আমরা ওইসব পরিবারের পাশে সব সময় থাকব। এই মৃত্যুর তদন্ত শুরু করেছে বিদ্যুৎ দপ্তর ও স্থানীয় পুলিস।
  • Link to this news (বর্তমান)