• Iran: ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, মৃত্যুদণ্ড তিনজনের
    আজকাল | ২০ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড জারি করা হল তিন ব্যক্তির।

    ইরানের আইন বিভাগ এই তথ্য জানিয়েছে। জানা গিয়েছে, ২০২২ সালের নভেম্বর মাসে ইস্পাহানে হত্যা করা হয়েছিল তিন নিরাপত্তা কর্মীকে। শুক্রবার তাঁদের মৃত্যুদণ্ড জারি করেছে ইরান সরকার। এই তিন ব্যক্তি হলেন, মাজিদ কাজেমি, সালেহ মির হাশেমি ও সাঈদ ইয়াকুবি। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাদেরকে অস্বচ্ছ ও অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

    রীতিমত অত্যাচার চালিয়ে হত্যার ঘটনায় স্বীকারোক্তি নেওয়া হয়েছিল এই তিন ব্যক্তির থেকে। গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত একই ধরনের অভিযোগে আরও চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনি নীতি পুলিশ হেফাজতে গত বছরে সেপ্টেম্বরে তেহরানে মারা যান। এরপরই গোটা ইরান জুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পর থেকেই বিক্ষোভের বিরূদ্ধে কড়া হয়েছে ইরান প্রশাসন। 
  • Link to this news (আজকাল)