• Abhishek Banerjee: অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে দলগঠন CBI-এর, আঁটো সাঁটো নিরাপত্তা নিজাম প্যালেসে
    ২৪ ঘন্টা | ২০ মে ২০২৩
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সিবিআইয়ের নোটিস (CBI)। নবজোয়ার যাত্রা বন্ধ করে গতকাল রাতেই কলকাতায় ফেরেন অভিষেক। শনিবার সকাল ১১ নিজাম প্যালেসে সিবিআইয়ে হাজিরা দেওয়ার নির্দেশ। সিবিআইয়ের নির্দেশে অভিষেক কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিতেই  ময়দানে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাঁকুড়ার পাত্রসায়রে নবজোয়ার কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শনিবার সকালে থেকেই আঁটো সাঁটো নিরাপত্তা নিজাম প্যালেসে। প্রচুর পুলিস মোতায়েন। সিবিআই অফিসে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। পুলিস কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। ঢোকা বেরোনোয়ও নিয়ন্ত্রণ রয়েছে। 

    10.00 AM: তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার নোটিস পেতেই স্থগিত হয় কর্মসূচি। নবজোয়ারের মাঝেই বাঁকুড়া থেকে কলকাতায় ফেরেন অভিষেক। তবে সোমবার ফের শুরু করবেন জনসংযোগ, এমনটাই জানিয়েছেন তিনি। শনিবার বাংলার উন্নয়নের জন্য নবজোয়ার অঙ্গীকার অভিষেকের। সিবিআই হাজিরার আগে ট্যুইট করেন তিনি। লেখেন, 'জনসংযোগযাত্রা একটি আবেগ। মানুষের কাছাকাছি নিয়ে এসেছে, যুক্ত করেছে শিকড়ের সঙ্গে। ন্যায়সঙ্গত ভবিষ্যত্‍ গড়ে তুলতে সঙ্কল্পকে দৃঢ় করেছে।' 9.40 AM: শুক্রবার ঘড়িতে তখন ৫.১৫। বিকেলে বাঁকুড়ার সোনামুখিতে রোড-শো ও জনসভা শেষ করে রওনা হন অভিষেক। পথে কোথাও থামেনি কনভয়। রাত ৯ নাগাদ পৌঁছন কালীঘাটে নিজের বাড়িতে। এদিন সভা থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চ্যালেঞ্জ অভিষেক বলেন, কয়লা, গরুপাচার নিয়ে কিছু করতে পারেনি। গ্রেফতার করে দেখাক সিবিআই। 
  • Link to this news (২৪ ঘন্টা)