• ‘একদিনও সময় দেয়নি, আমি স্তম্ভিত’, CBI হাজিরার আগেই চিঠি অভিষেকের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মে ২০২৩
  • শুক্রবার তিনি বাঁকুড়ায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে ছিলন। তারই মধ্যে মেলে সিবিআই সমন। নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে তাঁকে শনিবারই নিজাম প্যালেসে ডেকে পাঠায় সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার এই পদক্ষেপে ‘স্তম্ভিত’ অভিষেক। চিঠি দিয়ে সিবিআই ডিএসপিকে সেকথা জানিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতা।

    শনিবার নির্ধারিত সময়েই কলকাতার নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক। তাঁকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের দুঁদে অফিসারদের। নিয়োগ দুর্নীতির মামলায় এই প্রথম সিবিআই জিজ্ঞাসাবাদ তৃণমূল সাংসদকে। শুক্রবারই অভিষেককে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। শনিবার নির্ধারিত সময়েই সিবিআই দফতরে হাজিরা তৃণমূল নেতার।

    তবে ২৪ ঘণ্টারও কম সময়ের নোটিশে সিবিআইয়ের তাঁকে ডেকে পাঠানো নিয়ে ‘স্তম্ভিত’ অভিষেক। চিঠিতে সিবিআিই শীর্ষ কর্তাকে একথা জানিয়েছেন তৃণমূল সাংসদ। অভিষেক চিঠিতে লিখেছেন, ”একদিনও সময় দেওয়া হয়নি। আমি স্তম্ভিত। গতকাল দুপরে নোটিশ, আজ সকাল ১১টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। আপনারা জানেন যে আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের জন্য দু’মাস ব্যাপী যাত্রায় রয়েছি। তবুও আমি তদন্তে সব ধরনের সহযোগিতা করব।”
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)