• Egra: ‌এগরা বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের
    আজকাল | ২০ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এগরা বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২।

    গত ১৬ মে এগরার খাদিকুল ব্লকে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে মারা যান ৯ জন। কটকের বেসরকারি হাসপাতালে শুক্রবার ভোর রাতে মৃত্যু হয় মূল অভিযুক্ত ভানু বাগের। শুক্রবার সন্ধেয় এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মারা যান আরও একজন। তিনিও এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। শুক্রবার সন্ধেয় মারা যান রবীন্দ্রনাথ মাইতি। এগরার বাসিন্দা রবীন্দ্রনাথ দগ্ধ অবস্থায় ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল তাঁর। তিনদিন ধরে লড়াইয়ের পরেও বাঁচানো গেল না তাঁকে। এদিকে, আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খাদিকুলের বাসিন্দা পিঙ্কি মাইতি। তিনি শনিবার মারা গেলেন। 
    এদিকে, ওড়িশা থেকে গ্রেপ্তার হওয়া ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎ ও ভাইপো ইন্দ্রজিৎকে ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশনও। 
  • Link to this news (আজকাল)