• জাদেজাকে রান-আউটের চ্যালেঞ্জ ওয়ার্নারের, করলেন 'তরোয়াল সেলিব্রেশন'- ভিডিয়ো
    হিন্দুস্তান টাইমস | ২০ মে ২০২৩
  • ক্রিজের বাইরে দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজাকে রান-আউটের চ্যালেঞ্জ ছুড়লেন ডেভিড ওয়ার্নার। আবার সামনেই করলেন জাদেজার সেই বিখ্যাত ‘সোর্ড সেলিব্রেশন’ বা ‘তরোয়াল সেলিব্রেশন’। দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস ম্যাচের মধ্যে সেই মুহূর্ত একেবারে সুপারহিট হয়ে গেল। ওই মুহূর্তের ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে দুই তারকার কোনও কথা কাটাকাটি বা সংঘাত হয়নি। বরং দু'জনেই একেবারে খোশমেজাজে ছিলেন। একে অপরের দিকে তাকিয়ে হাসতেও থাকেন ভারতীয় এবং অস্ট্রেলিয়ান তারকা। যাঁরা কয়েকদিন পরে ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবেন।

    শনিবার দিল্লিতে পঞ্চম ওভারের তৃতীয় বলের শেষে সেই মজাদার কাণ্ড হয়। অফস্টাম্পের বাইরে দীপক চাহারের শর্ট বলটা এক্সট্রা কভারের দিকে ঠেলে এক রান নিতে দৌড়ান ওয়ার্নার। মইন আলি বলটা ছুড়লেও স্টাম্পে লাগেনি। ততক্ষণে ডাইভ দিয়ে এক রান পূরণ করে ফেলেন ওয়ার্নার। বলটা অপরপ্রান্তে অজিঙ্কা রাহানের কাছে চলে যায়। ওয়ার্নার যদিও ক্রিজ থেকে বেরিয়ে রাহানকে বল ছোড়ার টোপ দিতে থাকেন।

    প্রাথমিকভাবে রাহানে সেই পথে হাঁটেননি। তবে মইনের পাশে দাঁড়িয়ে থাকা জাদেজা হাত দেখিয়ে রাহানেকে বল ছুড়তে বলেন। তারপরই দৌড়ে ক্রিজে ঢুকে যান। ততক্ষণে বলটা জাদেজা ধরে ফেলেন। আর স্টাম্পে বল ছোড়ার ভয় দেখাতে থাকেন। ওয়ার্নারও কম যাননি। ক্রিজ থেকে বেরিয়ে জাদেজাকে রান-আউটের চ্যালেঞ্জ ছোড়েন। তবে জাদেজা বল ছোড়েননি। তারইমধ্যে জাদেজার দিকে তাকিয়ে জাদেজার সেই বিখ্যাত ‘সোর্ড সেলিব্রেশন’ বা ‘তরোয়াল সেলিব্রেশন’ করেন দিল্লির অধিনায়ক। তারপর দু'জনেই হেসে ফেলেন।

    তবে আজ মুখোমুখি লড়াইয়ে বাজিমাত করেছেন ওয়ার্নার। জাদেজাকে বেধড়ক মেরেছেন। চার ওভারে যে ৫০ রান খরচ করেছেন জাদেজা, তার মধ্যে ৩২ রানই করেছেন ওয়ার্নার। দুটি চার এবং তিনটি ছক্কা হাঁকান। তারইমধ্যে জাদেজার শেষ ওভারের শেষ তিনটি বলে দুটি ছক্কা মারেন ওয়ার্নার। একটি চার মারেন দিল্লির অধিনায়ক।

    (IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

    (এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)