• America : মর্মান্তিক! ছেলের হাত ধরা অবস্থায় বজ্রপাতে প্রাণ গেল বাবার
    এই সময় | ২১ মে ২০২৩
  • বাবার সঙ্গে হাত ধরে হাঁটছিল ছোট্ট শিশুটি। এই সময় বজ্রাপাতে কেড়ে নেয় বাবার প্রাণ। গুরুতর জখম হয় সে। এই ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসে। জখম শিশুটি বর্তমানে হাসপাতালে পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে। টেক্সাস পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার। ৩৪ বছরে ম্যাথিউ বগস প্রতিদিনের মতো দুই ছেলে, গ্রেসন এবং এলিজাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়েছিলেন। টেক্সাসের একটি বাসস্টপ পর্যন্ত যাওয়ার পর, বাড়িতে ফিরে আসার পরিকল্পনা নেন তিনি।

    কারণ, সেই সময় ভয়ানক বজ্রপাত হচ্ছিল। বাবার হাত ধরা ছিল ৬ বছরের ছোট ছেলে গ্রেসনের। ঠিক সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি। গুরুতর জখম হয় শিশুটি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মৃত ব্যক্তির স্ত্রী অ্যাঞ্জেলা বগস জানিয়েছেন, ছোট ছেলে গ্রেসনকে খুব ভালোবাসত ম্যাথিউ। বজ্রপাতের ঠিক আগে ছোট ছেলেকে ভালোবাসে বলে জানায় সে। সেই কথা শেষ হতে না হতেই, অমানবিক ঘটনাটি ঘটে বলে জানান অ্যাঞ্জেলা।

    টেক্সাসের বস কাউন্টি শেরিফের অফিসের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু ও আরেক জনের জখমের খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি দল। ঘটনাস্থলেই ম্যাথিউ-র মৃত্যু হয় বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় গ্রেসনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেসনকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল বলে টেক্সাস পুলিশের এক কর্তা জানিয়েছেন।

    গুরুতর জখম ৬ বছরের ওই শিশু স্থানীয় একটি হাসাপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। বজ্রপাতের ফলে শিশুটির অপটিক স্নায়ুর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবার সূত্রে জানা গেছে যে গ্রেসন আদৌও সুস্থ হয়ে উঠবে কিনা, তা নিয়ে চিকিৎসকদের মধ্যে তৈরি হয়েছে সংশয়। শিশুটির বাঁচার ব্যাপার পরিবারকে আশ্বাস দিতে পারেন নি হাসপাতাল কর্তৃপক্ষ। শরীরের অস্বস্তি দূর করার জন্য ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে জখম শিশুটিকে।

    চিকিৎসকরা শিশুটির সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে আশ্বাস না দিলেও, হাল ছাড়াতে নারাজ পরিবারের অন্যান্য সদস্যরা। ঈশ্বরের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ঈশ্বরের কৃপায় গ্রেসন সুস্থ হয়ে উঠবে বলে মনে করছে তারা।
  • Link to this news (এই সময়)