• Indonesia Football: ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪, মৃত্যুমিছিলে ব্যথিত ফুটবল বিশ্ব
    আজকাল | ০৩ অক্টোবর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়ায় মৃত্যুমিছিল।

    হাসপাতালে লাশের পর লাশ। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। মালাংয়ের এক স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনার পর প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ১২৯ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সেই সংখ্যা বেড়ে এখন ১৭৪। স্টেডিয়ামেই ৩৪ জনের মৃত্যু হয়েছিল। বাকিরা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বা পরে মারা যান। শেষ খবর পাওয়া পর্যন্ত সেই তালিকায় আরও ৪৭ জন যুক্ত হয়েছে। অর্থাৎ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৪। বিশ্বের প্রখ্যাত ফুটবল ক্লাবগুলো এবং ফুটবলাররা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। পাশে থাকার বার্তা দেন ফিফা সভাপতি গিয়ানি ইনফ্যান্টিনো। তিনি বলেন, 'ফুটবল এবং ফুটবলের সঙ্গে জড়িত সকলের জন্য একটা অন্ধকার দিন। এই বিপর্যয় ভাবনার বাইরে। এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার এবং আত্মীয়দের প্রতি আমার গভীর সমবেদনা। এই কঠিন সময় আমরা ওদের পাশে আছি।' ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লিভারপুল, বার্সেলোনা, পিএসজি, সব ক্লাবই এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে। ম্যান ইউ তাঁদের অফিসিয়াল পেজে লিখেছে, 'আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।' লিভারপুলের সাইটে লেখা হয়, 'আমরা এই ঘটনায় দুঃখিত। লিভারপুল ফুটবল ক্লাব এই কঠিন সময় ক্ষতিগ্রস্থদের পাশে আছে।' ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বার্সেলোনা এবং পিএসজিও। হৃদয়বিদারক এই ঘটনায় ফুটবলাররাও শোকপ্রকাশ করেন। এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ ফুটবল বিশ্ব। 
  • Link to this news (আজকাল)