• ফুলেশ্বরে ২৭ রুপোর মুদ্রা হেফাজতে নিল প্রশাসন
    বর্তমান | ২৬ মে ২০২৩
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: মাটি কাটার সময়ে বুধবার ফুলেশ্বরের বৈকুণ্ঠপুর থেকে পাওয়া গিয়েছিল বেশ কয়েকটি রুপোর মুদ্রা। যে বাড়ির জন্য মাটি কাটা হচ্ছিল, তার কর্ত্রী বনমালা দাস নিজের কাছে ২৭টি মুদ্রা রেখে দিয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর কাছ থেকে ওই ২৭টি মুদ্রা উদ্ধার করল প্রশাসন। বনমালা দাস জানিয়েছেন, বাকি মুদ্রাগুলি তাঁর জামাই নিয়ে চলে গিয়েছেন।

    এদিন দুপুরে বাগনানের আনন্দ নিকেতনের কিউরেটর বর্ণা বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক নারায়ণচন্দ্র রায় ও উলুবেড়িয়া থানার পুলিস আধিকারিকরা বৈকুণ্ঠপুরে কানাই দাসের বাড়িতে যান। তাঁরা বনমালা দাসকে রুপোর মুদ্রাগুলির গুরুত্ব বোঝান। পাশাপাশি জানান, এই ধরনের প্রাচীন আমলের মুদ্রা বাড়িতে রাখা যায় না। এরপর মুদ্রাগুলি উদ্ধার করে নিয়ে যান তাঁরা। প্রশাসন সূত্রে খবর, উদ্ধার হওয়া মুদ্রাগুলি বাগনানের আনন্দ নিকেতন সংগ্রহশালায় রাখা হবে। বাকি মুদ্রাগুলিও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। নারায়ণচন্দ্র রায় জানান, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীককুমার ঘোষের নির্দেশে মুদ্রাগুলি উদ্ধার করা হয়েছে। বিষয়টি জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সোমশ্রী পালকেও জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)