• কুড়মি বিক্ষোভে তপ্ত জঙ্গলমহলে আজ মমতা,অভিষেকের কনভয়ে হামলা,ঘটনায় আটক ৪
    দৈনিক স্টেটসম্যান | ২৭ মে ২০২৩
  • ২৭ মে ? কুরমি বিক্ষোভে অভিষেকের কনভয়ে হামলা ও বীর বাহা হাঁসদা র গাড়ির চুরমার করার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর হামলা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা
    ওই ঘটনাকে ‘গুন্ডামি’ বলেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, জনজাতিদের স্বীকৃতির দাবিতেই যদি আন্দোলন হবে তাহলে বীরবাহার মতো জনজাতি নেত্রীর গাড়িতে হামলা হল কেন? কুড়মি আন্দোলনের মূল অংশ অবশ্য দাবি করেছে, এই ঘটনার সঙ্গে তাদের যোগ নেই।
    এ হেন তপ্ত পরিস্থিতির মধ্যেই শনিবার জঙ্গলমহলে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনীতে নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা। গতকালের ঘটনার পর আজকের মমতার কর্মসূচি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে। এদিন এগরার বাজিদগ্ধ গ্রাম খাদিকুল হয়ে শালবনী যাবেন দিদি।
    গতকালের ঘটনায় বিজেপির ইন্ধন আছে বলেও দাবি করেছেন অভিষেক। তাঁর কথায়, ‘জয়শ্রীরাম স্লোগান দিয়ে যেভাবে হামলা হয়েছে তাতেই বোঝা যাচ্ছে কারা আছে।’ শুক্রবার গড় শালবনীর ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)