• আট হাজারি শৃঙ্গে উঠে ‘নবরত্ন’-এর প্রচার রেড্ডির ভক্ত এভারেস্টজয়ী যুবকের 
    দৈনিক স্টেটসম্যান | ২৮ মে ২০২৩
  • অমরাবতী, ২৭ মে? আর সমতলে নয় এবার প্রচারের নতুন সীমানা পর্বতশৃঙ্গ। এমনটাই করে দেখালেন অন্ধ্রপ্রদেশের জি সুরেশবাবু। রাজ্য সরকারের বিভিন্ন ‘জনমুখী’ প্রকল্পের প্রচার করার জন্য পর্বতশৃঙ্গকে বেছে নিলেন এই এভারেস্টজয়ী যুবক। অন্ধ্রপ্রদেশের জি সুরেশবাবুর অভিনব কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছে।
    ২৪ বছর বয়সি সুরেশ অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস এবং‌ সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সমর্থক। তাই দল এবং প্রিয় নেতার ‘গুণগান’ গাইতে প্রিয় পাহাড়কে বেছে নেন তিনি। অন্ধ্রপ্রদেশে জগন সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘নবরত্ন’। এই প্রকল্পে সে রাজ্যের বাসিন্দাদের ৯টি পরিষেবা প্রদান করা হয়। এই নবরত্ন প্রকল্পের কথাই পর্বতশৃঙ্গে উঠে প্রচার করেন ওই যুবক। এই প্রকল্পের পোস্টার পর্বতের গায়ে আটকে দেন তিনি। ছবিও তোলেন জগনের ছবি নিয়ে।
    মাত্র ১৭ বছর বয়সেই এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেছিলেন এই যুবক। প্রথম দক্ষিণ ভারতীয় হিসাবে মানসলু এবং লোৎসে শৃঙ্গ জয় করেন তিনি। আগামী ৫ বছরে আরও ২৫টি শৃঙ্গ জয় করতে চান সুরেশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)