• Delhi: প্রতিবাদী কুস্তিগীরদের বিরুদ্ধে এফআইআর দায়ের দিল্লি পুলিশের
    আজকাল | ২৯ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন সংসদ ভবনের উদ্বোধনে যখন মেতে কেন্দ্রের সরকার, তখনই প্রতিবাদী কুস্তিগীরদের উপর পুলিশের কড়া পদক্ষেপ।

    রবিবার নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছিলেন কুস্তিগীরেরা। তার আগেই যন্তর মন্তরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। রবিবার সকালে আটক করা হয় বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া-সহ কয়েক জন কুস্তিগীরকে। রাতের দিকে আটক করা প্রতিবাদী কুস্তিগীরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ছ’টি ধারায় মামলা রুজু করা হয়েছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, যন্তর মন্তরের সামনে তাঁদের আর ধর্নায় বসতেও দেওয়া হবে না। 

    যদিও সাক্ষী মালিক সরব হয়ে বলেছেন, যেখান থেকে তাঁদের আটক করা হয়েছে, ছাড়া পেলে, সেখানেই ফের প্রতিবাদে বসবেন তাঁরা। কুস্তিগীরদের উপর পুলিশের এই আচরণের তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 
  • Link to this news (আজকাল)