• চোর সন্দেহে পিটিয়ে খুন: ধৃতদের পুলিস হেফাজত
    বর্তমান | ২৯ মে ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিল চুঁচুড়া থানার পুলিস। রবিবার চুঁচুড়া আদালতের বিচারক ধৃতদের পাঁচদিনের জন্যে পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুধুই সাইকেল চুরি, না কি ঘটনার পিছনে অন্যকোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া খুঁটিতে বেঁধে তাঁকে মারধরের ঘটনায় কার কী ভূমিকা ছিল, পর্যালোচনা করা হবে তাও। ঘটনার পুনর্নির্মাণও করবে পুলিস। 

    প্রসঙ্গত, শনিবারই ডানলপের সাহাগঞ্জে গোরখ দাস নাম এক ব্যক্তির মৃতদেহ স্থানীয় মাঠে পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায়, সাইকেল চুরির অভিযোগে ওই ব্যক্তিকে শুক্রবার রাতে খুঁটিতে বেঁধে মারধর করা হয়। সেই ঘটনায় মগরার এক স্কুল শিক্ষক ব্রজেশ কুমার এবং তাঁর দুই সঙ্গী ধীরাজ কুমার সিং ও পিন্টু প্রসাদকে গ্রেপ্তার করা হয়। ধীরাজ বাঁশবেড়িয়া পুরসভার গাড়ি চালান। সম্প্রতি ব্রজেশ কুমারের বাড়ি থেকে একটি সাইকেল চুরি যায়। সেটি দিনমজুর গোরখ দাস চুরি করেছিলেন, এমন সন্দেহে ব্রজেশ ও তাঁর সাঙ্গোপাঙ্গরা গোরখকে বেধড়ক মারধর করেন। 
  • Link to this news (বর্তমান)