• রাজ্য নির্বাচন কমিশনারের অবসরের পর পদে কে, ফাইল আটকে রাজভবনে
    বর্তমান | ২৯ মে ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার ২৮ মে অবসর নিলেন রাজ্য  নির্বাচন কমিশনার সৌরভ দাস। তবে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন, তা এখনও পরিষ্কার নয়। গত ১৮ মে এই পদের জন্য প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম রাজভবনে পাঠিয়েছিল নবান্ন। সূত্রের খবর, কেন শুধুমাত্র একজনের নামই পাঠানো হয়েছিল, তা রাজভবন রাজ্য সরকারের কাছে জানতে চায়। তারপর আরও এক আমলা অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠায় রাজ্য। তবে এখনও রাজভবন কাকে এই পদের জন্য বেছে নেবে, তা পরিষ্কার হয়নি। চূড়ান্ত সিলমোহর সহ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তরফ থেকে এখনও কোনও ফাইল নবান্নে পৌঁছয়নি বলেই সূত্রের খবর। সামনেই পঞ্চায়েত ভোট। ফলে এই পরিস্থিতিতে নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে বা কবে নিযুক্ত হবেন, সেই দিকে তাকিয়ে সকলেই।
  • Link to this news (বর্তমান)