• বার্ধক্য ও বিধবাভাতা প্রাপকের তালিকায় আরও দু’লক্ষ মানুষ
    বর্তমান | ২৯ মে ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাজ্যজুড়ে বার্ধক্য ও বিধবাভাতা প্রাপকের সংখ্যা বাড়ছে। ওই দু’টি প্রকল্পে আরও প্রায় সওয়া ২ লক্ষ মানুষকে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হয়েছে রাজ্য। একথা জানিয়ে পঞ্চায়েত দপ্তরের তরফে জেলায় জেলায় প্রকৃত উপভোক্তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ৯ জুনের মধ্যে ওই তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে। রাজ্যের একাধিক জেলা প্রশাসন সূত্রে খবর, তালিকা চূড়ান্ত করতে ইতিমধ্যেই শুরু হয়েছে ক্ষেত্র সমীক্ষার কাজ। 

    প্রসঙ্গত, কয়েকমাস আগেই রাজ্যের তরফে বার্ধক্য ও বিধবাভাতা প্রাপকদের একটি নতুন তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকা অনুসারে ভাতা দেওয়ার কাজও শুরু হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেই তালিকাতেই আরও উপভোক্তার নাম ঢোকানো হবে। নতুন করে বার্ধক্যভাতা দেওয়া হবে ১ লক্ষ ৬৬ হাজার ৪৫৩ জনকে। অন্যদিকে, বিধবাভাতা পাবেন আরও ৬৮ হাজার ৬৩০ জন। রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না বলেন, আরও কিছু মানুষের সমস্যার সুরাহা হবে।  গত ২৬ মে পঞ্চায়েত দপ্তরের ওই নির্দেশিকা জেলাগুলিতে পৌঁছেছে। সেই মতো বার্তা পৌঁছেছে পঞ্চায়েতগুলিতে। প্রশাসন সূত্রে খবর, বার্ধক্যভাতার জন্য আগেই ৭ লক্ষ ৮৫ হাজার ৫০৬ জনের ওয়েটিং লিস্ট তৈরি রাখা হয়েছিল। বিধবাভাতার ক্ষেত্রে ওই সংখ্যা ২ লক্ষ ৫০ হাজার ৭৭৩।  সেই তালিকা ধরে তথ্য যাচাইয়ের পর চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। মূলত পঞ্চায়েত কর্মীরা ওই কাজ করলেও প্রক্রিয়াকে ত্রুটিহীন করতে জেলা প্রশাসন, মহকুমা ও ব্লক প্রশাসনকে অন্তত ২২ শতাংশ উপভোক্তার উপর নজরদারি চালাতে হবে। 
  • Link to this news (বর্তমান)