• মায়ের কষ্ট ঘোচাতে বাড়ির সামনেই কুয়ো খুঁড়ল কিশোর
    বর্তমান | ২৯ মে ২০২৩
  • পালঘর: রোজ ভোরে নদী থেকে জল আনতে মাকে অনেকটা পথ হাঁটতে হয়। মায়ের প্রতিদিনের এই কষ্ট দেখে খুব খারাপ লাগত ছেলের। ঠিক করে ফেলে, হাত গুটিয়ে বসে থাকা ঠিক হবে না। শেষপর্যন্ত, নিজের উদ্যোগে বাড়ির সামনেই কুয়ো খুঁড়ে ফেলেছে ১৪ বছরের প্রণব রমেশ সালকার। এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে মহারাষ্ট্রের কেলভে গ্রামে। এখন সবার মুখে মুখে ফিরছে আদর্শ বিদ্যামন্দিরের এই আদিবাসী ছাত্রের উদ্যমের কথা। উচ্ছ্বসিত প্রণব জানিয়েছে, ‘রোজ সকালে ঘুম থেকে উঠে একাধিক পাত্র নিয়ে মা নদীতে জল আনতে যেত। তারপর বাড়ি ফিরে রান্না তো বটেই, আরও অনেক কাজ করতে হয়। এখন মাকে আর সকালে জল আনতে কষ্ট করে অতদূর যেতে হবে না। এটা ভাবলেই খুব ভালো লাগছে। আনন্দ হচ্ছে।’ ছেলের কাজে দারুণ খুশি প্রণবের মা দর্শনাও।  তিনি বলেছেন,‘রোজ নদীতে জল আনতে রোদের মধ্যে অনেকটা পথ যেতে হত। এখন আমায় আর সেই কষ্ট করতে হবে না। এর থেকে ভালো আর কী হতে পারে?’ 
  • Link to this news (বর্তমান)