• অবশেষে হাতে পেলেন নতুন পাসপোর্ট, আজ আমেরিকা সফরে রাহুল
    বর্তমান | ২৯ মে ২০২৩
  • নয়াদিল্লি: আদালতের সবুজ সঙ্কেতের পর রবিবার সাধারণ পাসপোর্ট হাতে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ সন্ধ্যায় আমেরিকার সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে উড়ে যাবেন তিনি। মার্কিন মুলুকে একাধিক কর্মসূচি রয়েছে রাহুলের। ‘মোদি পদবি’ কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে। ফলে কূটনৈতিক পাসপোর্ট জমা দিতে হয় তাঁকে। এরপর সাধারণ পাসপোর্টের আবেদন জানান তিনি। তাতে বাধ সাধে ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরূপ মামলা। কারণ সেখানে অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে সোনিয়া-পুত্রের। তাই সাধারণ পাসপোর্টের জন্য নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিতে দিল্লির আদালতে আর্জি জানিয়েছিলেন রাহুল। তাঁর আবেদনের তীব্র আপত্তি জানান ন্যাশনাল হেরাল্ড মামলার মামলাকারী সুব্রহ্মণ্যম স্বামী। তা সত্ত্বেও রাহুলকে সাধারণ পাসপোর্টের জন্য আবেদনের অনুমতি দেন বিচারক। সেই মতো প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন রাহুল। তারপরই পাসপোর্ট অফিস থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। রবিবার দুপুরের পাসপোর্ট হাতে পেয়ে যান তিনি। উল্লেখ্য,সাধারণ পাসপোর্টের মেয়াদ থাকে ১০ বছর। কিন্তু, রাহুলের ক্ষেত্রে তা মাত্র তিন বছর বৈধ থাকবে। 

    কংগ্রেস সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় আমেরিকার বিমান ধরবেন রাহুল। সেখানে দিনকয়েক থাকবেন তিনি। সান ফ্রান্সিসকোর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মুখোমুখি হবেন সোনিয়া-পুত্র। ওয়াশিংটন ডিসিতে মার্কিন আইনসভার সদস্য ও চিন্তাবিদদের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। একটি সাংবাদিক বৈঠক করারও কথা রয়েছে তাঁর। ৪ জুন নিউ ইয়র্কের জাভিটস সেন্টারে বিরাট জনসভা করবেন সোনিয়া-তনয়। সবকিছু ঠিকঠাক থাকলে এটিই হবে মার্কিন মুলুকে রাহুলের প্রথম জনসভা। 
  • Link to this news (বর্তমান)