• জুতো নেই, গরমে সন্তানদের পায়ে প্লাস্টিক জড়িয়ে কাজের সন্ধানে আদিবাসী মহিলা
    বর্তমান | ২৯ মে ২০২৩
  • ভোপাল: তীব্র গরম। পিচের রাস্তায় পা ফেলাই দায়। তবু কাজে যেতে হবে। কাজ খুঁজতে হবে। আর তাই তিন শিশু সন্তানকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন রুক্মিণী নামের এক আদিবাসী মহিলা। পিচ গলা রাস্তায় সন্তানদের যাতে হাঁটতে অসুবিধা না হয়, সেজন্য তাদের পায়ে জড়িয়ে দিয়েছিলেন পলিথিন। মধ্যপ্রদেশের শেওপুরে মায়ের সঙ্গে দুই শিশুর পলিথিন পায়ে জড়িয়ে হাঁটার দৃশ্য নেট দুনিয়ায় দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে। এই অসহনীয় দারিদ্র্য সামনে আসার পর ওই মহিলাকে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২১ মে স্থানীয় এক সাংবাদিকের ক্যামেরায় ওই ছবি ধরা পড়ে। রুক্মিণী জানিয়েছেন, তাঁর স্বামী যক্ষ্মা রোগী। তাই সংসারের যাবতীয় দায় সামলাতে হয় তাঁকেই। গত রবিবারও কাজের সন্ধানে শেওপুরে এসেছিলেন রুক্মিণী। তাঁর তিন শিশুসন্তান।  বাড়িতে যক্ষ্মা আক্রান্ত স্বামীর কাছে তাদের রেখে আসতে ভরসা পাননি তিনি। অগত্যা সন্তানদের নিয়েই কাজের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। একজন তাঁর কোলে। বাকি দু’জন তাঁর হাত ধরে পিচের রাস্তায় হাঁটছিল। জুতো কেনার পয়সা নেই। তাই দুই সন্তানদের পায়ে জড়িয়ে দেন পলিথিন। কর্মস্থলে যাওয়ার পথে তিন সন্তান সহ অসহায় ওই মহিলাকে দেখতে পান ইনসাফ কুরেশি নামে স্থানীয় সাংবাদিক। রুক্মিণীর অনুমতি নিয়ে সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁদের জুতোও কিনে দেন তিনি। 

    সেই ছবি সামনে আসার পর নড়েচড়ে বসে প্রশাসনও। শেওপুরের কালেক্টর শিবম ভার্মা জানিয়েছেন, ‘ওই পরিবার সম্পর্কে তথ্য জোগাড় করতে নারী ও শিশু উন্নয়ন দপ্তরের সুপারভাইসর এবং এক অঙ্গনওয়াড়ি কর্মীকে পাঠানো হয়েছে। সরকারি প্রকল্পগুলির সর্বাধিক সুবিধা যাতে ওই পরিবার পায়, তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
  • Link to this news (বর্তমান)