• মাতা ক্ষীর ভবানী মন্দিরে পুজো দিলেন কাশ্মীরি পণ্ডিতরা
    বর্তমান | ২৯ মে ২০২৩
  • বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জ্যৈষ্ঠ অষ্টমী উপলক্ষ্যে রবিবার কাশ্মীরের গান্ধেরবাল জেলায় মাতা ক্ষীর ভবানী মন্দিরে পুজো দিলেন হাজারো কাশ্মীরি পণ্ডিত। নব্বইয়ের দশকে এই মন্দিরে প্রতিদিন পুজো দেওয়ার রেওয়াজ ছিল। তবে কাশ্মীরি পণ্ডিতরা দেশের নানাদিকে ছড়িয়ে পড়ার পর এই মন্দিরে জ্যৈষ্ঠ অষ্টমীতেই বড় করে পুজোর আয়োজন করা হয়। এ যেন কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরা। তাঁদের আতিথেয়তায় এগিয়ে এসেছেন স্থানীয় মুসলিমরাও। মাটির পাত্র করে ভক্তদের দুধ খেতে দেন তাঁরা। গত বছর এই সময় কাশ্মীরি পণ্ডিতরা জঙ্গিদের টার্গেটেড কিলিংয়ের শিকার ছিলেন। সেই আবহে পুজোর অনুষ্ঠান ছিল অনেকটাই ফিকে। এবার পুজোর জৌলুস ফিরেছে। সেই সঙ্গে ফিরেছে পুজো নিয়ে আগ্রহও। সে কথাই ধরা পড়েছে বিজয় রায়নার কথায়। চণ্ডীগড় থেকে পুজো দিতে এসেছেন বিজয়। তাঁর কথায়, ‘হিন্দু ও মুসলিম যুবকদের পুজোর আয়োজন করতে দেখে আমি অভিভূত। স্থানীয়রা আমাদের ফুলের মালা দিয়ে স্বাগত জানিয়েছেন।’
  • Link to this news (বর্তমান)