• সুচিত্রা সেন পার্কে নেশাখোরদের উপদ্রপ, তালা ভাঙার অভিযোগ
    বর্তমান | ২৯ মে ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্কে নেশাখোরদের দাপট। অভিযোগ, সন্ধ্যা নামলেই গাঁজা, চরসের আসর বসছে বালিগঞ্জ ফাঁড়ি পার্কে, যা সুচিত্রা সেন পার্ক নামেও পরিচিত। তবে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা।

    স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই পার্কে এই ঘটনা চলছে। পাশের পাড়ার কিছু দুষ্কৃতী রাতে নিয়মিত সেখানে আসর বসাচ্ছে। এমনকী একাধিকবার পার্কের তালা ভেঙে ঢোকারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কয়েকদিন আগেও একই ঘটনা ঘটেছে বলে দাবি নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দার। ওই পার্কেই তৈরি হয়েছে বেলুড় মঠের আদলে একটি রেপ্লিকা। নেশাখোরদের দাপটে সেটিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। যদিও এই বিষয়ে তাঁর কাছে কোনও অভিযোগ আসেনি বলেই জানিয়েছেন স্থানীয় ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুদর্শনা মুখোপাধ্যায়।

    পুরসভার তরফে পার্কে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। তারপরেও কীভাবে বারবার এমনটা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, অভিযোগ উঠে থাকলে অবশ্যই খতিয়ে দেখব। এমনটা প্রথম শুনলাম। নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে স্থানীয় থানাকে জানিয়ে রাখছি। ওখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে, সেটাও দেখছি।
  • Link to this news (বর্তমান)