• Mumbai Indians: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স সব থেকে দামী দল, কত কোটি  লাভ করেছেন আম্বানিরা? 
    আজকাল | ২৯ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে সবচেয়ে দামী দল কোনটা? গুজরাট টাইটান্স কিংবা চেন্নাই সুপার কিংস আইপিএলের ফাইনাল খেলতে পারে, কিন্তু বাণিজ্যিক ভাবে এবছরও একনম্বরে মুকেশ এবং নীতা আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স।

    প্লে অফে গুজরাট টাইটান্সের কাছে হারলেও মুম্বই ইন্ডিয়ান্স লাভজনক ফ্রাঞ্চাইজি হিসেবে অন্য সব দলকে টেক্কা দিয়েছে। প্রথম আইপিএলের সময় মুকেশ আম্বানি ৯১৬ কোটি টাকা দিয়ে ফ্রাঞ্চাইজি কিনে যে ভুল করেননি তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। মুকেশ এখন সময়ের অভাবে দলের দেখাশোনা করতে পারেন না। মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্বে এখন নীতা আম্বানি ও তাঁদের পুত্র আকাশ আম্বানি। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের ব্র্যান্ড ভ্যালু প্রকাশিত হয়েছে। সেই ব্র্যান্ড ভ্যালু এখন ১০৭০ কোটি। গত দু'বছরে এই ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ২০০ কোটি টাকার মতো। মুম্বই ইন্ডিয়ান্সের মার্চেনডাইজ, তাঁদের টিকিট বিক্রির লাভের অংশ, মিডিয়া স্পনসরশিপ এবং বিজ্ঞাপন থেকে  রিলায়েন্স লাভবান হয়। এছাড়াও মুকেশ আম্বানি এবারের আইপিএলকে ডিজনি হটস্টার এবং ভায়াকম ১৮ থেকে বের করে জিও সিনেমায় নিয়ে গিয়েছেন। এর জন্যে মুকেশকে গুনতে হয়েছে ২২,২৯০ কোটি। কিন্তু জিও সিনেমা এবারের আইপিএল থেকে আয় করেছে ২৩ হাজার কোটি। বোঝাই যাচ্ছে, এখানেও কয়েক শো কোটি লাভের মুখ দেখেছেন মুকেশ এবং নীতা আম্বানি। আইপিএলে সবচেয়ে সফল দল মুম্বই। রয়েছে পাঁচটি ট্রফি। এবার আর্থিকভাবে লাভের ক্ষেত্রেও এগিয়ে রোহিতদের ফ্রাঞ্চাইজি। 
  • Link to this news (আজকাল)