• IPL Final: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, কাল রিজার্ভ ডে-তে নামবেন ধোনি, হার্দিকরা
    আজকাল | ২৯ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: একনাগাড়ে বৃষ্টি।

    রবিবার রাতে শুরু করা গেল না খেলা। সোমবার রিজার্ভ ডে-তেই‌ আইপিএলের চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। রাত সাড়ে ন'টার মধ্যে খেলা শুরু করতে পারলে নির্ধারিত ২০ ওভারের ম্যাচ হত। তারপর খেলা শুরু হলে ওভার কাটা যেত। শেষপর্যন্ত রাত ১২.০৬ মিনিটে খেলা শুরু করা গেলেও অন্তত ৫ ওভারের ম্যাচ হত। কিন্তু বৃষ্টি না থামায় ম্যাচ শুরু করাই গেল না। মাঝে ৮.৪৫ এ বৃষ্টি থেমেছিল। রাত ন'টায় পিচ কভারও তুলে ফেলা হয়েছিল। মাঠে নেমেছিলেন দুই দলের ক্রিকেটাররা। রশিদকে বল হাতেও দেখা যায়। দুই আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় হার্দিককে। সুপার সপার দিতে মাঠ শুকোনোর কাজ জোরকদমে চলছিল। একটা আশার আলো দেখা গিয়েছিল। কয়েকটা ওভার কমলেও ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই আমার বৃষ্টি শুরু হয়।

    রাত সাড়ে দশটায়ও একটানা বৃষ্টি হচ্ছিল। দুই আম্পায়ার জানান, রাত এগারোটার মধ্যে বৃষ্টি থামলে অন্তত পাঁচ ওভারের ম্যাচ করার চেষ্টা করা হবে। কারণ মাঠ খেলার যোগ্য করে তুলতে অন্তত এক ঘন্টা লাগবে মাঠ কর্মীদের। কাট অফ টাইমের কিছু আগে বৃষ্টি কমলেও দুই দলই সংক্ষিপ্ত ফাইনাল খেলতে রাজি ছিল না। দুই অধিনায়ক এবং দুই কোচ স্টিফেন ফ্লেমিং ও আশিস নেহরার সঙ্গে কথা বলে খেলা কাল, অর্থাৎ রিজার্ভ ডেতে করার সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ম্যাচ করার আপ্রাণ চেষ্টা করা হবে। শেষপর্যন্ত সেটা সম্ভব না হলে লিগ টেবিলে চেন্নাইয়ের ওপরে শেষ করার সুবাদে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে গুজরাট টাইটান্সকে। 
  • Link to this news (আজকাল)