• Guwahati: ভয়াবহ দুর্ঘটনায় মৃত অসম ইঞ্জিনিয়ারিং কলেজের ৭ পড়ুয়া, আহত ৬
    আজকাল | ২৯ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা গুয়াহাটিতে।

    যার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারালেন অসমের ৭ পড়ুয়া। গুরুতর আহত হয়েছেন ৬ জন। তাঁদের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই সূত্রের খবর। 

     

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ। জুলুকবাড়িতে। নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভি গাড়ি সজোরে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যানে। পুলিশ সূত্রে খবর, ওই এসইউভি গাড়িতে অসম ইঞ্জিনিয়ারিং কলেজের ১০ জন পড়ুয়া ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত গতিতে গাড়িটি এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ডিভাইডারের ধাক্কা মারে। তারপর উল্টে ধাক্কা মারে ওই পিকআপ ভ্যানে। 

    ঘটনাস্থলে ৭ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন আরও ৩ পড়ুয়া ও পিকআপ ভ্যানের ৩ যাত্রী। তাঁদের উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়েই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। 
  • Link to this news (আজকাল)