• Mallikarjun Kharge: পরিস্থিতি সামলাতে পাইলট-গেহলটের সঙ্গে বৈঠকে বসছেন খাড়গে
    আজকাল | ২৯ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের সমাধানসূত্র বের করার পর কংগ্রেসের নজর এখন রাজস্থানে।

    রাজস্থানে হাত শিবিরের ভেতরের দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। একই দলের হয়েও অশোক গেহলট এবং সচিন পাইলটের ভিন্ন অবস্থানের ছবি উঠে এসেছে একাধিকবার। গত কয়েকমাসে পাইলট বেশ কয়েকবার তারই দলের সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছেন। তিনি জানিয়েছেন, তিন দাবি মানা না হলে রাজ্যব্যাপী আন্দোলন শুরু করবেন তিনি। এবার পরিস্থিতি সামলাতে ময়দানে নামছেন কংগ্রেস প্রধান। 

    আজ দিল্লিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং কংগ্রেস নেতা সচিন পাইলটের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন মল্লিকার্জুন খাড়গে। এর আগে খাড়গের মধ্যস্থতাতেই কর্ণাটক সমস্যার সমাধান হয়েছিল। সিদ্দারামাইয়া নাকি শিবকুমার, কর্ণাটকের কুর্সিতে কে বসবেন, এই চর্চার অবসান ঘটিয়ে সিদ্ধান্ত এসেছিল খাড়গের হাত ধরেই। ওয়াকিবহাল মহলের মতে এবার কর্ণাটকের সমস্যা সমাধানের পর প্রবীণ নেতা নজর দিয়েছেন রাজস্থানের সমস্যা সমাধানে। 
  • Link to this news (আজকাল)